DA 6th Pay Commission Protest: ডিএ-র দাবিতে আন্দোলন, অনশন চলাকালীন অজ্ঞান হয়ে গেলেন যৌথ মঞ্চের কনভেনর

শহিদ মিনারের পাদদেশে অনশন চলাকলীন অসুস্থ হয়ে পড়লেন সরকারি কর্মচারী যৌথমঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অন্দোলকারীদের অভিযোগ, এসএসকেএম-এ তাঁকে ভর্তি চায়নি। পরে তাঁকে উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বকেয়া ডিএ-র দাবিতে বেশ কয়েক দিন ধরে অনশন আন্দোলন করছেন সরকারি কর্মচারি ও পেশনারর্সদের যৌথ সংগ্রামী মঞ্চ। এর আগে আন্দোলন চলাকালীন ২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের এসএসকেএমকে ভর্তি করা হয়েছিল।

বুধবারই রাজ্য সরকার আরও তিন শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করে। বাজেট পেশের সময় এই ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার পর ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সব সরকারি অফিসগুলিতে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দেন। কোনও ভাবেই আন্দোলন যে থামবে না বলে জানিয়ে দেন যৌথ মঞ্চের সদস্যরা। এই আবহে বুধবার যৌথ মঞ্চের তরফে ফের একবার দাবি জানানো হয়েছে, রাজ্য সরকারকে তাদের সমস্ত বকেয়া মাহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে।