Menstruation leave: পিরিয়ডের ছুটি মঞ্জুর করার আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের! শুনানি ২৪ ফেব্রুয়ারি

ঋতুস্রাবকালীন ছুটির দাবি নিয়ে সাম্প্রতিককালে বেশ কয়েকবার সরব হয়েছে নাগরিক সমাজের একাংশ। এমনকী সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে চর্চা তু্ঙ্গে। স্কুল কলেজে পাঠরত পড়ুয়া ও কর্মরত মহিলাদের ঋতুস্রাবের কয়েকটি দিন ছুটি দেওয়া হোক, এটাই ছিল আলোচনার মূল দাবি। এবার সেই দাবি নিয়েই আইনি পথে নামলেন একাংশ। এই মর্মে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানির আবেদনই এবার মঞ্জুর হল কোর্টের তরফে। শীর্ষ কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে মামলার শুনানির আবেদন করা হয়। তার অধীনে একটি বেঞ্চেই আগামী ২৪ ফেব্রুয়ারি মামলাটির আবেদন শুনবে সু্প্রিম কোর্ট।

ঋতুস্রাবের সময় ছুটি নিয়ে বিষয়ে রাজ্য সরকারগুলি একটি নয়া আইন তৈরি করুক, এমন আর্জিই জানানো হয় সুপ্রিম কোর্টে। আইনজীবী বিশাল তিওয়ারি এই মর্মে নির্দিষ্ট আবেদনপত্র আদালতে জমা দেন। তার ভিত্তিতে আগামী সপ্তাহের শুক্রবার মামলার আবেদন শুনানির দিন ঘোষণা করে আদালত। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের গোপন সমস্যা নিয়ে আলোচনা করার যথেষ্ট অবকাশ নেই। বরং এমন আলোচনার সূত্রপাত হলেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সাম্প্রতিককালে নানা সমস্যা নিয়ে খোলামেলা কথা বলার পরিসর তৈরি হচ্ছে। ঋতুস্রাবও তেমনই একটি সমস্যা। পিরিয়ডের সময় টানা বেশ কয়েক দিন অনেক মহিলাই প্রচন্ড কষ্টের মধ্যে থাকেন। তবুও কাজের স্বার্থে মুখ বুজেই অফিস, কলেজ ও স্কুলে যাতায়াত করতে হয়। পিরিয়ডের দিনগুলিতে যা একাধিক কারণে রীতিমতো কষ্টসাপেক্ষ। ইতিমধ্যে সারা বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা তাদের মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি ঋতুস্রাবের ছুটিও মঞ্জুর করেছে। ভারতে কিছু বেসরকারি সংস্থা যেমন খাবার ডেলিভারি করার অ্যাপ সুইগি, জোম্যাটো, বাইজুস (শিক্ষাবিষয়ক সংস্থা) ও ওরিয়েন্ট ইলেক্ট্রিক (বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাতা সংস্থা) ঋতুস্রাবকালীন ছুটি দিয়ে থাকে। তবে দেশে এখনও সরকারি স্তরে তা মঞ্জুর করা হয়নি।

শীর্ষ আদালতে জমা করা আবেদনে জানানো হয়, রাজ্য সরকারগুলি পিরিয়ডের ছুটি মঞ্জুর না করলে তা সংবিধানের ১৪ নং ধারার লঙ্ঘনের সামিল। সংবিধানের ১৪ নং ধারা অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান‌। আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। কিন্তু আদতে মহিলাদের পিরিয়ড হলে সেই কয়েকদিন বেশ কয়েকটি রাজ্যে তাদের বিরূপ আচরণের মুখে পড়তে হয়। তাই ভারতের নাগরিকত্ব রয়েছে এমন মহিলাদেরও সমান অধিকার পাওয়া উচিত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup