SC On Adani Row: স্বচ্ছ্বতা ইস্যু! আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে নয়া মোড়, কেন্দ্রের ‘সিলড কভার’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

আদানি গোষ্ঠী- হিন্ডেনবার্গ বিতর্কে কেন্দ্রের তরফে পেশ করে ‘সিলড কভার’-এ রাখা কেন্দ্রের পরামর্শের নথি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। আদানি ইস্যুতে স্টক মার্কেটের বিধি আরও কঠিন করা নিয়ে যে বিশেষজ্ঞ প্যানেলের প্রসঙ্গ উঠে আসে তা নিয়েই সরকারের তরফে ওই পরামর্শের নথি পেশ করা হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিল্ড কভার-এ পেশ করা কেন্দ্রের পরামর্শ গ্রহণ করবে না শীর্ষ আদালত। এর নেপথ্যের কারণ হিসাবে তুলে ধরা হয়েছে স্বচ্ছ্বতার প্রসঙ্গ।

আদানি হিন্ডেনবার্গ ইস্যুতে সুপ্রিম কোর্টের আজকের পদক্ষেপ কার্যত নয়া মোড় নিয়ে এসেছে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা এই মামলায় সম্পূর্ণ স্বচ্ছ্বতা বজায় রাখতে চাই। যদি আমরা সিলড কভারে থাকা কেন্দ্রের পরামর্শ গ্রহণ করি ,তাহলে স্বভাবতই অন্য পক্ষ তা জানতে পারবে না। আমরা চাই বিনিয়োগকারীদের সম্পূর্ণ স্বচ্ছ্বতা। আমরাই একটি কমিটি গঠন করব। আদালত এটা করলে বিষয়টির প্রতি মানুষের সম্পূর্ণ আস্থা থাকবে।’ প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে হিন্ডেনবার্গ রিসার্চের তরফে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ ওঠে। এরপরই আদানি গোষ্ঠীর আওতায় থাকা সমস্ত শেয়ারের দামের বিপুল পতন ঘটে। (লিভ ইন সম্পর্কে মহিলারা কতটা নিরাপদ এদেশে? NCW প্রধান দিলেন অভিভাবকদের বার্তা)

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা স্টক ঘিরে জালিয়াতির অভিযোগের নিরিখে গত ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট স্টক মার্কেট সংক্রান্ত বিধিকে আরও কঠোর করার উদ্দেশে এক আহ্বান জানায়। সেখানে কোন এক বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের প্যানেল গঠন করার পরামর্শ দেওয়া হয় কেন্দ্রকে। কেন্দ্র জানায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি সমেত বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা এই কাজ করতে পারে। জানা যায়, শীর্ষ আদালতের বার্তার পরই কমিটির সদস্যদের নামের তালিকা পেশ করে কেন্দ্র। শুক্রবার সিলড কভার করা এক খামে সেই তালিকা সুপ্রিম কোর্টে পেশ করে কেন্দ্র। যা গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এই ইস্যুতে স্বচ্ছ্বতা প্রসঙ্গকে সামনে রেখেছে।