Childhood cancer symptoms: বাড়ছে শিশুদের ক্যানসার, কয়েকটি প্রাথমিক লক্ষণ দেখলেই সাবধান হতে হবে

বড়রাই শুধু নয়, ছোটরাও ক্যানসারে আক্রান্ত হতে পারে। তাদের মধ্যে বেশ কয়েকটি ক্যানসারের আশঙ্কাও আগের তুলনায় অনেকটা বেড়েছে। এর মধ্যে অন্যতম হল রক্তের ক্যানসার বা লিউকোমিয়া। হঠাৎ হঠাৎ জ্বর,সর্দি, কাশির মতো লক্ষণ দেখা দিলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। কারণ ছোটদের ক্যানসারের মধ্যে এই লক্ষণগুলিও রয়েছে। এছাড়াও বারবার ভাইরাল সংক্রমণে কাবু হয়ে পড়াও একরত্তির জন্য মোটেই ভালো নয়। বিশেষজ্ঞদের কথায়, ছোটদের ক্যানসার বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা করে সারিয়ে তোলা যায়। তবে দ্রুত রোগ নির্ণয় করা জরুরি।

বেশিরভাগ শিশুরোগ বিশেষজ্ঞের কাছেই ছোটদের ক্যানসার চিনতে পারা একটি চ্যালেঞ্জ। সাধারণ জ্বর সর্দি কাশির মতো কিছু লক্ষণ দেখে বেশিরভাগ সময় চিকিৎসা করা হয় বলেই এমনটা হয়। এর ফলে রোগের আসল চরিত্র বুঝতেই অনেকটা সময় লেগে যায়। মাঝে মাঝেই দেখা যায়, আসল রোগ বুঝে চিকিৎসা শুরু করতে ৬ থেকে ৮ সপ্তাহ দেরি হয়ে গিয়েছে।

সচেতনতার অভাবেই শিশুদের ক্যানসারের হার বেড়ে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ দেখে চিকিৎসা হয় বলে আসল রোগ ধরতে অনেকটা সময় লেগে যায়। শুধু তাই নয়, চার পাঁচজন চিকিৎসকের কাছে ঘুরে শেষ পর্যন্ত শিশু ক্যানসার বিশেষজ্ঞদের কাছে যান বেশিরভাগ অভিভাবক। এর ফলে‌ মূল চিকিৎসা শুরু করতে অনেকটাই দেরি হয়ে যায়। বেড়ে যায় রোগের জটিলতা। চিকিৎসাও জটিল হয়ে পড়ে।

হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকারে প্রবীণ শিশু ক্যানসার বিশেষজ্ঞ এস জয়ন্তী জানাচ্ছেন, অভিভাবকদের এই বিষয়ে সচেতনতার অনেকটাই অভাব রয়েছে। শিশুদের ক্যানসার ঠিক সময়ে চিকিৎসা করালে ৮৫ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রেই সেরে যায়। তাই কিছু রোগ লক্ষণ দেখলে গোড়াতেই সতর্ক হওয়া জরুরি।

  • দুই সপ্তাহ অন্তর মাঝে মাঝেই জ্বর, সর্দি, কাশি। সাধারণ চিকিৎসায় সেরে না ওঠা।
  • মুখ শুকিয়ে যাওয়া, প্রচন্ড ক্লান্ত অনুভব করা। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে এই লক্ষণ দেখা দেয়।
  • নাক বা মাড়ি থেকে রক্ত বার হওয়া। যা প্লেটলেট কমে গেলে হওয়ার আশঙ্কা বেশি।
  • শরীর ফুলে যাওয়া, নানা অঙ্গে ব্যথা হতে থাকা।
  • পায়ে ব্যথা ও ফুলে যাওয়া
  • সকালে ঘুম থেকে উঠলেই মাথা ঝিমঝিম, মাথার ব্যথার লক্ষণ দেখা দেওয়া।
  • হঠাৎ করেই চোখ ঝাপসা হয়ে যাওয়া।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup