Kunal Ghosh: ‘‌উত্তরপ্রদেশে ইডি রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে’‌, ধর্মেন্দ্রর জবাব চান কুণাল

আজ, শনিবার শিবরাত্রির দিন ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। এবার পাল্টা সেই শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাইলেন। উত্তরপ্রদেশে শিক্ষা দুর্নীতি নিয়ে ইডির তদন্তকে তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি। ফলে সরগরম রাজ্য–রাজনীতি।

ঠিক কী বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী? এদিন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। সেখানে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। আর‌ তিনি বলেন,‘‌সরস্বতীর পুণ্যভূমিতে শিক্ষাকে কেন্দ্র করে সবরকম দুর্নীতি করেছে রাজ্য সরকার। মিড–ডে মিল সহ একাধিক দুর্নীতি হয়েছে। পড়ুয়াদের জন্য যে বই–খাতা, জামা–কাপড় আসে তাতে দুর্নীতি। তাঁরা শিক্ষাকে দেবী মনে করেন না। বরং তোলাবাজি এবং কাটমানির একটি উপায় মনে করেন। বাংলার মানুষ ক্ষমা করবে না। তদন্ত চলছে, সব সামনে আসতে চলেছে।’‌

পাল্টা কী বলেছেন কুণাল ঘোষ?‌ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর তাঁর দিকে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের কাছে আমি ব্যাখ্যা চাইব। উত্তরপ্রদেশে ইডি রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে। সেটা নিয়ে কী বলবেন? ওটা তো এ যাবৎ কালের বৃহত্তম দুর্নীতি। উনি আগে সেটা নিয়ে কথা বলুন। এখানে যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় ভাল স্থানে। এখানে যে ভুল হয়েছে তার তদন্ত হয়েছে। বাংলায় ৯৯% ভাল কাজ হয়েছে। আর কেউ যদি অন্যায় করে থাকে, তা হলে তার শাস্তি হবে।’‌

কী বক্তব্য ধর্মেন্দ্র–কুণালের?‌ রাজ্য সফরে এসে কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় শিক্ষা দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন। তবে জবাব দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। আর এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‌২০১৯ সালের থেকে বেশি উৎসাহ পশ্চিমবঙ্গে নজরে আসছে। তাই আমরাও আগের থেকে বেশি বাংলায় আসছি। রাজ্য সরকারের দুর্নীতির কারণে প্রধান বিকল্প হিসেবে বাংলার মানুষ বিজেপির সঙ্গে থাকছে। পশ্চিমবঙ্গ ও দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা।’‌ পাল্টা দিয়েছে কুণাল ঘোষও। তিনি বলেন, ‘‌ধর্মেন্দ্র প্রধান আসলে শুভেন্দু অধিকারীকে দেখে বাকি তৃণমূল কংগ্রেস ভাবছেন। মিড–ডে মিল সহ বাকি ক্ষেত্রে সরকার ভাল কাজ করছে। সেই কথা বোধহয় তিনি ভুলে গিয়েছেন।’‌