PSC’র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তুমুল বিক্ষোভ ইটানগরে, জ্বলল বাইক,আক্রান্ত পুলিশ

অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তুমুল প্রতিবাদ কর্মসূচি ইটানগরে। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্য়ে তুমুল সংঘর্ষ। সেই সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। তার মধ্যে চারজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন।

আইজিপি ছুকু আপা জানিয়েছেন, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয়েছে। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয়েছে। যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে।

আইজিপি জানিয়েছেন, আন্দোলনকারীরা চেয়ারপার্সনের শপথগ্রহণ অনুষ্ঠানকে পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে দাবি মেনে পিছিয়ে দেওয়া হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান।

তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি যাতে সকলেরই শ্রদ্ধা থাকে সেটা দেখা দরকার।

প্যান অরুণাচল জয়েন স্টিয়ারিং কমিটি শুক্রবার কার্যত গণ আন্দোলনে নামে। অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছিল।

এদিকে আন্দোলনকে থামাতে এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়। তবে তাকে উপেক্ষা করে প্রায় শতাধিক যুবক যুবতী রাস্তায় নেমে আসেন। তারা প্রতিবাদে শামিল হন। রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান দেওয়া শুরু করেন তারা। দফায় দফায় উত্তেজনা ছড়ায় তারা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। চলে পাথরবৃষ্টি।

এদিকে আচমকাই উত্তেজনার পারদ চড়়তে থাকে এলাকায়। সরকারি বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবাদকারীরা অবস্থান বিক্ষোভ শুরু করে দেয়। ক্রমেই হিংসাত্মক দিকে মোড় নেয় গোটা ঘটনা। আচমকাই প্রতিবাদকারীরা একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেন। আর তারপরই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। একটি চারচাকা গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক সম্পত্তিতে ভাঙচুর করা হয়। এলাকায় নিরাপত্তারক্ষীকে নিশানা করে পাথর ছুঁড়তে শুরু করেন আন্দোলনকারীরা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপর হয়।

পদস্থ পুলিশ কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনও উত্তেজনাময় হয়ে রয়েছে।

এদিকে এর আগে ৯ ডিসেম্বর সিবিআই আটজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। সেবার অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষাতেও প্রশ্নপত্র লিক হয়েছিল বলে অভিযোগ। তখন তদন্তে নামে সিবিআই। এরপর এই ঘটনায় অভিযুক্ত হিসাবে একের পর এক নাম সামনে আসতে থাকে। এরপর আটজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিবিআই।

তবে এবার ফের অরুণাচলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে রাস্তায় নেমেছেন চাকরিপ্রার্থীরা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।