বিয়ার নিয়ে যান! শিবরাত্রিতে ভক্তদের Beer অফার করে গ্রেফতার যুবক, দেখুন ভিডিয়ো

কনিষ্ক সিংহারিয়া

শিবভক্তদের বিয়ার পরিবেশন করছেন এক ব্য়ক্তি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। আর তারপরই একেবারে হইহই কাণ্ড। উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা। মহা শিবরাত্রি উপলক্ষ্যে কানওয়ার যাত্রায় অংশ নিয়েছিলেন শিবভক্তরা। শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন তাঁরা। আর রাস্তাতেই এই কাণ্ড!এদিকে সেই ভিডিয়োতে দেখা যায় বহু শিবভক্ত ভিড়ের রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন। তারপর তাদের দিকে বিয়ার এগিয়ে দিচ্ছেন এক ব্য়ক্তি। কেউ কেউ আবার বিয়ার নিয়েও নিচ্ছেন।

ওই লোকটিকে চিহ্নিত করা গিয়েছে। তার নাম যোগেশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। আলিগড়ের সার্কেল অফিসার জানিয়েছেন, একটি মোটরবাইক ও ১৪টি বিয়ারের ক্যান বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী আবগারি দফতর খোঁজ নিয়ে দেখছেন কোন দোকান থেকে এই বিয়ার কেনা হয়েছিল। সেক্ষেত্রে কেন এই অতিরিক্ত পরিমাণ বিয়ার তাকে বিক্রি করা হয়েছিল তা নিয়ে এবার মদের দোকানের মালিকের বিরুদ্ধে দফতর ব্য়বস্থা নেবে।

 

এদিকে এই ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া। কিন্তু তাকে কেন গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আবার অনেকে অন্য মতও দিয়েছেন। তাঁদের মতে, কেউ যখন ভগবানের কাছে প্রার্থনা করতে যাচ্ছেন তখন সঙ্গে করে কেন বিয়ার নিয়ে যাবেন? অবশ্যই ওই যুবক দোষ করেছেন। কানোয়ারিদের এভাবে বিয়ার দেওয়ার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে।

একজন নেটিজেন লিখেছেন, এটা কি নিষিদ্ধ নাকি? একাধিক ভিডিয়োতে দেখা যায় কানোয়ারিরা গাঁজা খাচ্ছেন। তার বেলায় কিছু হয় না! ক্যামেরার সামনেই তারা এই কাণ্ড ঘটান। বিয়ার তো সেই গাঁজার মতোই নেশার জিনিস। সেক্ষেত্রে আপত্তি কোথায়!

অপর এক নেটিজেন লিখেছেন, যিনি কানোয়ারিদের হাতে বিয়ার তুলে দিলেন তাকেই ভিলেন বানানো হল ! কিন্তু যারা হাত পেতে বিয়ার নিলেন তাদের বিরুদ্ধে কেন দোষ দেওয়া হচ্ছে না? অপর একজন লিখেছেন, বিয়ার অফার করা কি আইনবিরুদ্ধ? আমি বুঝতে পারছি এসব বিক্রি করার জন্য় লাইসেন্স লাগে। কিন্তু কানোয়ারিরা যদি এটা চান তবে অন্য় কারোর সমস্যাটা কোথায়!

শিবভক্তরা প্রতিবছর এই কানোয়ার যাত্রায় বের হন। তাঁরা শিবের উপাসক। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রীতে, বিহারের সুলতানগঞ্জে তাঁরা শিবের মাথায় জল ঢালতে যান। প্রথমে তাঁরা গঙ্গা থেকে জল তোলেন। এরপর তাঁরা সেই জল বয়ে নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালেন।