Maha Shivratri wishes in Bengali: মহাশিবরাত্রিতে কৃপা বর্ষিত হোক মহাদেবের, প্রিয়জনকে পাঠান এই দিনের শুভেচ্ছাবার্তা

হিন্দু ধর্মের অন্যতম পুণ্য উৎসব হল মহাশিবরাত্রি। এই উৎসবের তিথিতেই আদিকালে শিব ও শক্তির মিলন ঘটেছিল। দৃকপঞ্চং মতে, উত্তর ভারতে ফাল্গুনে মাসে এই পুণ্য তিথির উদযাপন হয়। যদিও দুই পঞ্জিকা অনুযায়ী একইদিনে পালন করা হয় দেবাদিদেব মহাদেবের পুজোর তিথি।এই বছর মহাশিবরাত্রির তিথি পড়েছে ১৮ ফেব্রুয়ারি। তবে নিশীথ কাল পুজোর সময় শুরু হবে ১৯ ফেব্রুয়ারি রাত্রি ১২টা বেজে ৯ মিনিটে ও পুজোর লগ্ন শেষ হবে একটায়। শিবরাত্রি পরাণের লগ্ন‌ শুরু হবে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ভোর ছটা বেজে ৫৬ মিনিটে। লগ্ন শেষ হবে দুপুর তিনটে বেজে ২৪ মিনিটে।

এই দিন আপনার প্রিয়জনকে পাঠান মহাশিবরাত্রির শুভেচ্ছাবার্তা

  • আজ হরপার্বতীর মিলনের দিন। আজ জীবন আনন্দময় করে তোলার দিন। জীবন হয়ে উঠুক সুখের। শুভ মহাশিবরাত্রি।
  • মহাদেবের কৃপায় তোমার জীবনের সব অশান্তি দূর হোক। আনন্দময় হয়ে উঠুক তোমার জীবন। শুভ মহাশিবরাত্রি।
  • সব দুঃখ আজ মুছে যাক জীবন থেকে। মহাদেবের আশীর্বাদে অনেক সুখী হও। শুভ মহাশিবরাত্রি।
  • মহাদেবের আশীর্বাদে জীবন হয়ে উঠুক আনন্দময় ও সৃজনশীল। শুভ মহাশিবরাত্রি।
  • তোমার ভিতর লুকোনো প্রতিভার বিকাশ হোক। জীবন হয়ে উঠুক আনন্দময়। শুভ মহাশিবরাত্রি।
  • ঈশ্বর তোমাকে দুঃখ জয় করার শক্তি দিন। সুখী হও জীবনে। শুভ মহাশিবরাত্রি।
  • আজ একটি পবিত্র দিন। মহাদেবের কৃপায় সুখী হোক তোমার জীবন। শুভ মহাশিবরাত্রি।
  • দেবাদিদেব মহাদেবের কৃপায় তোমার জীবন হয়ে উঠুক সুন্দর। সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন। শুভ মহাশিবরাত্রি।
  • আগামীদিনে জীবন হয়ে উঠুক সুখের। মহাদেবের কৃপা বর্ষিত হোক তোমার উপর। শুভ মহাশিবরাত্রি।
  • মহাদেবের কৃপায় তোমার জীবনের সব অশান্তি দূর হোক। সুন্দর হোক আগামী জীবন। শুভ মহাশিবরাত্রি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup