Meta rolling out paid subscription service: ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজের জন্য লাগবে টাকা! ঘোষণা মেটার, কত পড়বে?

এবার ‘ব্লু’ ব্যাজের জন্য প্রিমিয়াম পরিষেবা শুরু করল মেটা। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজের জন্য সেই বিশেষ পরিষেবা চালু হচ্ছে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই পরিষেবা চালু করবে মেটা। যা ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা। মেটার তরফে জানানো হয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার নেওয়া হবে। iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা পড়বে ১৪.৯৯ ডলার।

সেই সাবস্ক্রিপশনের ফলে কী কী বাড়তি সুবিধা মিলবে? মেটার তরফে জানানো হয়েছে, যাঁরা ‘ব্লু’ ব্যাজের জন্য টাকা দেবেন, তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ইউজাররা বাড়তি সুরক্ষা পাবেন। অর্থাৎ যাঁরা সাবস্ক্রিপশন করবেন, তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল বাড়তি সুরক্ষিত থাকবে।

(বিস্তারিত পরে আসছে)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)