TMC করলেও বাবা ছিলেন আদর্শ শিক্ষক, চাকরি বিক্রির অভিযোগে ছেলে গেল জেলে

নিয়োগ দুর্নীতিতে শুক্রবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরামবাগের যুব তৃণমূল নেতা শাহিদ ইমাম। তার পর থেকে তাঁর জীবনযাত্রার চর্চা ঘুরছে এলাকাবাসীর মুখে মুখে। ওদিকে মুখ লুকানোর জায়গা পাচ্ছন না এলাকার তৃণমূল নেতারা। তবে শাহিদের গ্রেফতারিতে অবাক বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা। তাদের দাবি, শাহিদের বাবা হাসান ইমাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। তৃণমূলের খপ্পরে পড়ে গোল্লায় গেছে তাঁর ছেলে।

আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, শাহিদের বাবা হাসান সাহেব ছিলেন একজন আদর্শ শিক্ষক। বিরোধী রাজনীতি করলেও শিক্ষক হিসাবে ওনার সামনে মাথা নত করতে হবেই। তার ছেলে যে এরকম কাজ করতে পারে ভাবা যায় না। বলে রাখি, তৃণমূলের টিকিটে একাধিকবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন হাসান ইমাম।

স্থানীয় সিপিএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেস একটি সংগঠিত অপরাধচক্রের নাম। যে যত টাকা তুলে দিতে পারবে তৃণমূলে যে তত বড় নেতা।’

শুক্রবার শাহিদের গ্রেফতারির পর জানা গিয়েছে, আরামবাগে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তাঁর। এছাড়া কলকাতা ও দেশের একাধিক শহরে তাঁর সম্পত্তি রয়েছে। টলিউডে একাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। অভিনয়ও করেছেন বেশ কয়েকটি ছায়াছবিতে। এমনকী মুম্বইয়ে রাখি সাওয়ান্তের মিউজিক ভিডিয়োয় রাখির বিপরীতে অভিনয় করেছেন শাহিদ।

স্থানীয়রা বলছেন, শাহিদের বিলাসবহুল গাড়ি কেনার নেশা ছিল। একটা গাড়ি কেনার ১৫ দিনের মধ্যে নতুন গাড়ি নিয়ে এলাকায় ঢুকত। ওর জীবনযাত্রা দেখলে চোখ ধাঁধিয়ে যেত। কয়েক বছর আগেও যে প্রাথমিক শিক্ষকের চাকরি করত সে কী ভাবে এত টাকার মালিক হল প্রশ্ন ছিল সবার মনেই। তবে টাকা যে শিক্ষকের চাকরি বিক্রির তা অনুমান করতে পারেননি কেউ।