Two Terrorist Organizations Banned: নিষিদ্ধ হল জম্মু-কাশ্মীর গজনবি ও খালিস্তান টাইগার ফোর্স, কড়া পদক্ষেপ সরকারের

দুই জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তিকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স এবং খালিস্তান টাইগার ফোর্স নামক দুই জঙ্গি সংগঠনকে গতকাল নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডা নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ২০২১ সালে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে একটি হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত এই হরবিন্দর। দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি ভারতবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ।

জানা গিয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠনের ক্যাডারদের নিয়ে গড়ে উঠেছে জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের থেকেও জঙ্গিরা এসে যোগ দিয়েছে এই সংগঠনে। সরকারের তরফে দাবি করা হয়েছে, ভারতে অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের পাচারের সঙ্গে যুক্ত রয়েছে জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স। পাশাপাশি উপত্যকায় একাধিকবার সন্ত্রাসবাদী হামলাও চালিয়েছে তারা। এই সংগঠনের নিশানায় থেকেছে নিরাপত্তারক্ষীর বাহিনীও। তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাশ্মীরের যুব সমাজকে ভারত সরকারের বিরুদ্ধে উস্কানি দেয় এই সংগঠন। পাশাপাশি কাশ্মীরি যুবকদের জঙ্গি হওয়ার জন্য উদ্বুদ্ধ করে তারা।

অপর নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের শিকড় রয়েছে পঞ্জাবে। ২০১১ সালে বাব্বর খালসা ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করার পরই তার শাখা হিসাবে এই নয়া সংগঠন তৈরি করা হয়েছিল। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল নামক সেই সংগঠনটি মূলত লাহোর থেকে কাজ করত। তাদের আক্রমণের প্রধান লক্ষ্য পঞ্জাব। আসলে এই গোষ্ঠী পঞ্জাব ভেঙে আলাদা খালিস্তান তৈরি করতে চায়। সেই দাবি আদায়ের জন্যই বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় খালিস্তান টাইগার ফোর্স। এদিকে নিষিদ্ধ জঙ্গি হরবিন্দর সিং সান্ধুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে।