Asaduddin Owaisi’s home attacked: ‘২০১৪ থেকে চতুর্থবার…’, দিল্লির ‘হাই সিকিউরিটি জোনে’ ওয়াইসির বাসভবনে হামলা

এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল। এই হামলার জেরে হায়দরাবাদের সাংসদের বাড়ির জানলার কাচ ভেঙেছে বলে জানা গিয়েছে। আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করলেন, ২০১৪ সাল থেকে এই নিয়ে চতুর্থবার তাঁর বাড়িতে হামলা হয়েছে। এর আগে উত্তরপ্রদেশে ওয়াইসির গাড়ি লক্ষ্য করে একবার গুলিও চালানো হয়েছিল। নেতার দাবি, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বাড়ির জনলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় বাড়ির কয়েকটি জানলার কাচ ভেঙে গিয়েছে। এদিকে হামলার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়াইসি। নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন এআইএমআইএম প্রধান। জানা গিয়েছে, ঘটনাটি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটেছে। (আরও পড়ুন: আগুন থেকে বাঁচতে ৭ তলা থেকে লাফ, আহত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের স্ত্রী)

ঘটনা প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে ওয়াইসি বলেন, ‘হামলার সময় আমি বাড়ি ছিলাম না। ফিরে দেখি জানলার কাচ ভেঙে গিয়েছে। পরিচারকের থেকে ঘটনাটি শুনে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি। এর আগে আরও তিনবার আমার বাড়িতে হামলা চলেছে। এই এলাকার আশপাশে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা আছে । পুলিশ চাইলে ফুটেজ সংগ্রহ করতে পারে। এই এলাকায় সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাহলে অশোক রোডের মতো এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল?’ উল্লেখ্য, রাজস্থান সফরে গিয়েছিলেন ওয়াইসি। সেখানে নির্বাচনের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে যান তিনি। এদিকে হরিয়ানায় গাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় মৃত জুনাইদ ও নাসিরের পরিবারের সঙ্গেও দেখা করেন ওয়াইসি।

এদিকে ঘটনার সময় সাংসদ বাড়ি ছিলেন না ওয়াইসি। পরে রাত ১১টা নাগাদ বাসবভনে ফেরেন হায়দরাবাদের সাংসদ। তখন বাড়ির পরিচারিকার থেকে হামলার বিষয়ে জানতে পারেন তিনি। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন এআইএমআইএম প্রধান। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগ পত্রে ওয়াইসি কোনও সন্দেহভাজনের নাম উল্লেখ করেননি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, অভিযোগ পেয়ে গতরাতেই দিল্লি পুলিশের একটি দল অশোক রোডে অবস্থিত ওয়াইসির বাসভবনে যায়। সেই দলটির নেতৃত্বে ছিলেন এক অতিরিক্ত ডিএসপি। সাংসদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলা হয়।