DA protest: কড়া পর্ষদ, অনুপস্থিত হলেই ‘সার্ভিস ব্রেক’, স্কুলে এসেই কর্মবিরতি শিক্ষকদের

ডিএ-এর দাবিতে দু’দিনের কর্মবিরতির সোমবার প্রথম দিন। এদিন সকাল থেকে বিভিন্ন জেলায় সরকারি অফিস এবং স্কুলে, কর্মবিরতি শুরু হয়েছে। স্কুলে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল মধ্যশিক্ষা পর্ষদ। রবিবার রাতে পর্ষদের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২০ ও ২১ তারিখ স্কুল উপস্থিতি বাধ্যতামূলক। এই নির্দেশ অমান্য করে স্কুলে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে অনুপস্থিত থাকলে তাঁদের বিরুদ্ধে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশিকা সত্ত্বেও স্কুলে গিয়ে কর্মবিরতি পালন করলেন শিক্ষকরা।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে ছিলেন তাঁদের, ২০ তারিখ কাজে যোগ দিতে হবে। ওই দু’দিন কোনও ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি দেওয়া হবে না। এমনি অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। যারা ওই দু’দিনের মধ্যে কোনও একদিন অনুপস্থিত থাকবেন তাঁদের ‘সার্ভিস ব্রেক’ হবে। শুধু তাই নয়, অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। কেন অনুপস্থিত ছিলেন তা যথাযথ প্রমাণ-সহ জানাতে হবে। তবে ওই দু’দিনের বেতন দেওয়া হবে না। সব প্রক্রিয়া আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

আরও পডুন: ডিএ-র দাবিতে সোমে ৩২ সংগঠনের ‘পেন-ডাউন’, কতটা চাপ পড়ল সরকারের ওপর?

এই নির্দেশ সত্ত্বেও জেলা বেশ কিছু স্কুলের শিক্ষকরা কর্মবরতি পালন করছেন। স্কুলে গিয়ে তাঁর কর্মবিরতি পালন করেন। হাওড়া, মালদা ও পুরুলিয়ায় একাধিক স্কুলে শিক্ষকরা উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করেন।