Happy With His Performance After Coming Back From Injury: Ravindra Jadeja’s Wife Rivaba

নয়াদিল্লি: গতকালই বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। আর নিঃসন্দেহে এই জয়ের নেপথ্য কারিগর রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের অলরাউন্ডারের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটিং লাইন আপ। নিজেও ব্যস্ত থাকায় মাঠে যেতে না পারলেও টিভির সামনে বসে স্বামীর পারফরম্যান্স উপভোগ করেছেন জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা (Rivaba Jadeja)। 

কী বলছেন রিভাবা?

কোটলা ম্যাচের পর জাডেজার স্ত্রী রিভাবা বলছেন, ”প্রথমতই আমি ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে চাই। তিন ফর্ম্যাটেই এখন বিশ্বের এক নম্বর দল ভারত। তাছাড়া জাডেজার পারফরম্যান্স নিয়ে আমি খুব খুশি। চোটের পর ফিরে এসে এমন পারফর্ম করা সত্যিই দুর্দান্ত। ইনিংসে ৭ উইকেট নেওয়াটা সত্যিই দারুণ। যেভাবে খেলেছে তাতে ওঁকে অনেক বেশি ফিট লাগছে।”

উল্লেখ্য, কোটলা টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট তুলে নেন জাডেজা। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। রিভাবা বলছেন, ”৫ মাস পর রবীন্দ্রর চোট সারিয়ে ফিরে আসার পথটা একদমই সহজ ছিল না। মানসিকভাবে অনেক বেশি চাঙ্গা ছিল জাডেজা। ওঁর চোখে মুখে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। আমি খুব খুশি যে প্রত্য়াবর্তনেই নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরেছে রবীন্দ্র।”

রাহুলের পাশে রোহিত

রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে ২০, ১৭ ও ১ রান করেন। বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরা তো রীতিমতো রাহুলের পক্ষে পক্ষপাতের অভিযোগ পর্যন্ত তুলে দিয়েছেন। তবে পরপর ব্যর্থতা সত্ত্বেও কেএল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ব্যর্থতার জন্য কার্যত পিচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ভারতীয় অধিনায়ক।

নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে শেষের পর রোহিত রাহুলের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এমন পিচে প্রত্যেকটি ব্যাটারেরই রান করার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া থাকে। সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। একজন ব্যক্তিগতভাবে কেমন কী করছে সেই দিকে আমরা খুব একটা নজর দিই না। তার থেকে বরং দলগত পারফরম্যান্সেই আমাদের নজর থাকে। এই সিরিজটা আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রাহুলের বিষয়ে আমার মতামত বলতে এটাই।”