Harmanpreet Kaur Becomes First Cricketer In History To Play 150 T20 Matches

গাইবেরখা: চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সোমবার, ২০ ফেব্রুয়ারি আয়ার্ল্যান্ডকে হারাতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এই ম্যাচে অংশগ্রহণ করেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।

এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা, বিশ্বের কোনও দেশের আর কোনও ক্রিকেটারের দখলে এই কীর্তি নেই।