Indian Womens Vs Ireland Womens T20 World Cup When And Where To Watch

পোর্ট এলিজাবেথ: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ ফের নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। আজ হরমনপ্রীতদের সামনে আয়ারল্যান্ড (India vs Ireland)। প্রথম ২ ম্যাচে পরপর পাকিস্তান (Pakistan) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। তাই আইরিশদের বিরুদ্ধে বড় জয় চাইছে হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কাদের ম্যাচ?

আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ

কোথায় খেলা?

আজকের এই ম্যাচটি খেলা হবে সেন্ট জর্জ পার্ক, পোর্ট এলিজাবেথে

কখন শুরু                              

টস সন্ধ্যা ৬ টায়, খেলা শুরু হবে সন্ধে ৬.৩০টায়

কোথায় দেখবেন                           

স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে

অনলাইনে দেখবেন কীভাবে                           

মোবাইল ফোনে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ

কীভাবে সেমিফাইনালে পৌঁছতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল?

১৫২ রান তাড়া করতে নেমে গতকাল ৫ উইকেট হারিয়ে ১৪০ রানই বোর্ডে তুলতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংল্যান্ড গ্রুপ ২-তে শীর্ষে রয়েছে। ভারত তিন ম্যাচে ২ টো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান এই একই গ্রুপে তিন নম্বরে রয়েছে। ২ ম্যাচ খেলে ১টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তিন ম্যাচে একটিতে জিতে গ্রুপে চার নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তবে ভারতের জন্য রাস্তা খুবই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ২ দলের পয়েন্টই সমান থাকবে। রান রেটের বিচারে ভারত সেমিতে পৌঁছে যেতে পারে। তবে পুরোটাই নির্ভর করেছ অঙ্কের ওপর।

পাকিস্তান যদি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে হেরে যায়, তবে তাদের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। অন্যদিকে ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেবে, এমন আশা করাই যায়।