Niti Aayog: নীতি আয়োগের নতুন CEO বিভিআর সুহ্মমণিয়ম, জানুন তাঁর উজ্জ্বল কেরিয়ার

আইএএস আধিকারিক বিভিআর সুহ্মমণিয়মকে সোমবার নীতি আয়োগের নতুন মুখ্য় কার্যনির্বাহী আধিকারিক হিসাবে নিয়োগ করা হল। প্রাক্তন কমার্স সেক্রেটারি পরমেশ্বরন আয়ার বিশ্বব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন। প্রাক্তন আইএএস আধিকারিক বিভিআর সুহ্মমণিয়ম তাঁর কাছ থেকেই দায়িত্ব নিচ্ছেন। 

সূত্রের খবর, নিয়োগ কমিটি আগামী ২ বছরের জন্য প্রাক্তন আইএএস আধিকারিক বিভিআর সুহ্মমণিয়মকে এই পদে নিয়োগ করলেন। এবার জেনে নেওয়া যাক প্রাক্তন আইএএস আধিকারিক বিভিআর সুহ্মমণিয়মের উজ্জ্বল কেরিয়ার সম্পর্কে। 

তিনি ১৯৮৭ সালের আইএএস অফিসার। তিনি এর আগে কেন্দ্রীয় সরকারের কমার্স সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত দিনে জম্মু ও কাশ্মীরের  অর্থ বিভাগের মুখ্য় সচিবের দায়িত্বও পালন করেছিলেন। কার্যত কেন্দ্রীয় সরকার কাশ্মীরে মূলত যে আধিকারিকদের উপর ভীষণভাবে ভরসা করতেন তার মধ্যে তিনি অন্য়তম। অত্যন্ত দক্ষতার সঙ্গে গোটা বিষয়গুলি পরিচালিত করতেন। কার্যত কেন্দ্রের নানা নীতিকে তিনি অত্য়ন্ত দক্ষতার সঙ্গে রূপায়ণ করতেন। একটা সময় প্রধানমন্ত্রীর অফিসেও কর্মরত ছিলেন। মনমোহন সিং ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় তিনি প্রধানমন্ত্রী অফিস বা পিএমও তে দায়িত্ব সামলেছেন। বিশ্বব্যাঙ্কের সঙ্গেও এর আগে কাজ করেছেন।

আদপে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। প্রথমে ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল। পরে তিনি লন্ডন থেকে ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেন। ২০১৫ সালে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ব্যক্তিগত অনুরোধে তিনি ছত্তিশগড়ে চলে যান। সেই সময় তিনি ছত্তিশগড়ে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই দক্ষ আধিকারিকই এবার নীতি আয়োগের শীর্ষ পদে। 

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব।পরে তিনি বিশ্বব্যাঙ্কে চলে গিয়েছিলেন। এরপর ২০১২সালে প্রধানমন্ত্রীর পদে তখন নরেন্দ্র মোদী তখন আবার পিএমওতে চলে আসেন তিনি। প্রায় এক বছর তিনি দায়িত্বে ছিলেন। পরে তিনি ফের নিজের রাজ্যে চলে গিয়েছিলেন। তবে যখনই প্রয়োজন পড়েছে তখনই কাশ্মীরে তার ডাক পড়েছে।  

এদিকে পরমেশ্বরন আয়ার আপাতত আমেরিকা চলে যাচ্ছেন। তিনি এবার দুবছরের জন্য বিশ্বব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে বসছেন।