Viral Video of Rahul-Priyanka in Kashmir: পিছনে বসে রাহুল গান্ধী, কাশ্মীরে স্নোবাইক চালাচ্ছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

দীর্ঘ কয়েক মাস ধরে চলা ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে গত মাসে। সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বও শেষ। এই আবহে ব্যক্তিগত ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন রাহুল গান্ধী। ছুটির ফাঁকে ফাঁকে দলীয় নেতাদের সঙ্গে সংগঠনের বৈঠকও করছেন রাহুল। এদিকে তাঁর সঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এই আবহে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কা গুলমার্গে স্নোবাইকে চড়ছেন। এর আগে রাহুল গান্ধীর স্কি করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সবার নজর কেড়েছে প্রিয়াঙ্কার পিছনে বসে রাহুলের স্নোবাইক চড়ার ভিডিয়ো। এদিকে বোনের পিছনে স্নোবাইক চড়ার পাশাপাশি প্রিয়াঙ্কাকেও পিছনে নিয়ে বরফের ওপর দিয়ে তুষারযান ছুটিয়েছেন রাহুল। (আরও পড়ুন: কলকাতার ১৫ লাখ বাড়িতে আর দেখা যাবে না স্টার জলসা, জি বাংলা? চিঠি গেল মমতার কাছে)

সাধারণ পর্যটকদের মতোই রাহুল ও প্রিয়াঙ্কা স্নোবাইকের মজা নেন। ভাই-বোনের সেই ভিডিয়ো শেয়ার করেছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বিভি শ্রীনিবাস। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অ্যাডভেঞ্চার স্পোর্টসে বরাবরই আগ্রহী রাহুল। গত বুধবারেও গুলমার্গের বিখ্যাত পার্কে দীর্ঘক্ষণ স্কি করেছিলেন রাহুল। এবার বোনের সঙ্গে তুষারযানে চেপে বরফে ঢাকা পাহাড়ের চড়াই-উতরাই পার করলেন রাহুল। এর আগে গত বুধবার জানানো হয়েছিল যে ব্যক্তিগত সফরে কাশ্মীরে রয়েছেন রাহুল। তবে মাঝে দলীয় নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের ছবিও প্রকাশ্যে এসেছে। খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই আবহে গুলাম নবি আজাদকে ছাড়া দলীয় সংগঠন মজবুত করার দিকেও নজর রয়েছে রাহুল-প্রিয়াঙ্কার।

প্রসঙ্গত, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। তারপর থেকে এই পদযাত্রা তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা হয়ে জম্মু ও কাশ্মীরে পৌঁছায়। ১৪৫ দিন ধরে মোট ১২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে গিয়েছে এই যাত্রা। গত ৩০ জানুয়ারি সেই যাত্রা শেষ হয় শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় মোদী-আদানি ‘সম্পর্ক’ নিয়ে সরব হয়ে একাধিক গুরুতর অভিযোগ করেন। বহুকাল পর এমন আক্রমণাত্মক রাহুল গান্ধীর সাক্ষী থাকে সংসদ। তবে টানা এতদিনের ধকলের পর এবার কাশ্মীরে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছেন রাহুল গান্ধী।