Shyamal Adak: বিকাশের উদ্যোগে জামিন শুভেন্দু ঘনিষ্ঠের, জেলের বাইরে এবার শ্যামল আদক

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছিল কিছুদিন আগে। ফলে জেলে ছিলেন তিনি। আজ, সোমবার তাঁর জামিন হয়েছে। এই জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে শ্যামল আদকের জামিনের জন্য সোমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। এটাই ছিল আজকে কলকাতা হাইকোর্টে দেখার বিষয়।

এদিকে সুতাহাটার টেন্ডার দুর্নীতি মামলায় ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয়েছিল শ্যামল আদককে। আর তাঁর জামিন মামলার আজ শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। শ্যামল আদকের জামিন নিয়ে জোর সওয়াল করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতকে বলেন, ৭২ দিন হয়ে গেল শ্যামল আদক জেলে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজনৈতিক কারণেই শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে পাল্টা রাজ্যের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। সুতাহাটায় দুর্নীতি থেকে শুরু করে হলদিয়া পুরসভার টেন্ডার দুর্নীতি নিয়ে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। হলদিয়া পুরসভার চেয়ারম্যান থাকার সময়ই টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল শ্যামল আদকের। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, কোনওভাবেই গ্রেফতার করা যাবে না শ্যামল আদককে। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন তবেই আদালত এই নির্দেশ প্রত্যাহার করবে বলে জানানো হয়েছিল। যদিও ডিসেম্বর মাসে শ্যামল আদককে গ্রেফতার করা হয়। এবার জেলের বাইরে আসবেন শ্যামল আদক।

আর দু’‌পক্ষের সওয়াল–জবাব শুনে আজ, সোমবার ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন শ্যামল আদক। তবে তিনি এখন হলদিয়া পুরসভা এলাকায় ঢুকতে পারবেন না। আদালতের নির্দেশ, শ্যামল আদকের পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই তাঁকে জামিন দেওয়া যেতে পারে। যে এলাকায় তিনি থাকবেন সেখানকার থানায় সপ্তাহে একদিন করে শ্যামল আদককে হাজিরা দিতে হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup