Viral Video of Child killed by Dogs: ৪ বছরের শিশুকে খুবলে মারল পথ কুকুরের দল, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো

পথ কুকুরদের হামলায় প্রাণ গেল চার বছরের বাচ্চার। সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বাচ্চাটি কুকুরের হাত থেকে পালানোর অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কুকুরের টানা হ্যাঁচড়ার জেরে গুরুতর ভাবে জখম হয়েছে শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে মৃত। জানা গিয়েছে, মৃত ছেলের নাম প্রদীপ। তার বয়স মাত্র ৪ বছর। তার বাবার নাম গঙ্গাধর।

জানা গিয়েছে, গঙ্গাধর একটি গাড়ির সার্ভিস সেন্টারে পাহারাদারের কাজ করেন। স্ত্রী জনপ্রিয়া, ছ’বছরের মেয়ে এবং ছেলে প্রদীপকে নিয়ে আম্বারপেটের এরকুলা বস্তিতে থাকত সে। রবিবার কাজের চাপ কম বলে নিজের সন্তানদের নিয়েই কর্মস্থলে গিয়েছিলেন গঙ্গাধর। এর মধ্যে মেয়েকে পার্কিং কেবিনে রেখে ছেলেকে নিয়ে সার্ভিস সেন্টারের ভিতরে যান গঙ্গাধর। এদিকে ছেলে তখন বাইরে খেলছিল। সেই সময় তার বাবা আরেকজন পাহারাদারের সঙ্গে কাজের জন্য অন্য জায়গায় যান। তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কিছুক্ষণ খেলার পর দিদিকে খুঁজতে কেবিনের দিকে হেঁটে যাচ্ছিল প্রদীপ। সেই সময় তাকে রাস্তার কুকুরগুলি তাড়া করে। ভয় পেয়ে সে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করলেও কুকুরগুলির হাত থেকে বাঁচতে পারেনি প্রদীপ। একের পর এক কুকুর এসে তাকে আক্রমণ করে। তাকে নিয়ে মুখে করে টানা হ্যাঁচড়া শুরু করে। এর মধ্যে একটি কুকুর তার পা ও হাত একপাশে টেনে নিলে শিশুটি গুরুতর আহত হয়। ভাইয়ের কান্নার আওয়াজ শুনে দিদি দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয়। গঙ্গাধর এলেই কুকুরগুলো প্রদীপকে ছেড়ে পালায়। তড়িঘড়ি ছেলেকে নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ছোটেন গঙ্গাধর। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই প্রদীপের মৃত্যু হয়।