Birbhum student beaten: পড়া না পারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধর, গ্রেফতার শিক্ষক

পড়া না পারায় ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষকের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অভিভাবক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকেরা। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার চণ্ডীপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত শিক্ষকের নাম সুমিত কুমার দত্ত। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক বীরভূমের রামপুরহাটের হাটতলা পাড়ার বাসিন্দা। অভিযোগ, গতকাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌভিক মণ্ডলকে লাঠি দিয়ে মারধর করেন ওই শিক্ষক। শিক্ষকের মারে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকৎসার জন্য ভরতি করা হয়েছে। এরপরই ওই ছাত্রের অবিভাবক তারাপীঠ থানার পুলিশের কাছে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গতকাল গভীররাতে রামপুরহাটের বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ। আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

আহত ছাত্রের বাবা অমিত মণ্ডল এই ঘটনা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, ওই শিক্ষক প্রায়ই ছাত্রদের মারধর করে থাকেন। সেই ভয়ে অনেক ছাত্র স্কুলে যেতে চান না। পড়া না পারলে ওই শিক্ষক ছাত্রদের মারধর করেন। গতকাল আবার ছেলে ওই শিক্ষকের ক্লাসে পড়া পারেনি। তার ডান পায়ে একাধিকবার আঘাত করা হয়েছে। এমনকী মারধর করার পর শিশুটি কোথায় গেল তার খোঁজ নেওয়া হয়নি স্কুলের তরফে। তাঁর ছেলে ছাড়া আরও একজন ছাত্রকে ওই শিক্ষক মারধর করেছে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ তুলেছেন। তার অভিযোগ ছাত্ররা পড়াশোনা করে গেলেও ওই শিক্ষকের ভয়ে ছাত্ররা পড়াশোনা ভুলে যাচ্ছে। ছোট্ট শিশুদের এভাবে মারধর করা উচিত নয় বলে দাবি জানিয়েছেন আহত ছাত্রের বাবা। তিনি এই সমস্যার সমাধান চাইছেন। অন্যান্য অভিভাবকরাও এই ঘটনায় অভিযোগ জানিয়েছেন। এদিকে ঘটনার পরে স্থানীয় থানায় অভিযোগ জানান আহত ছাত্রের বাবা। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup