Eknath Shinde becomes Shiv Sena Chief: ঠাকরেদের থেকে ছিনিয়ে নিয়ে বালাসাহেবের তৈরি শিবসেনার প্রধান হলেন একনাথ শিণ্ডে

উদ্ধব ঠাকরের পায়ের তলা থেকে জমি সরিয়ে দিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছে বালাসাহেবের পুত্রকে সরিয়ে। এবার ঠাকরেদের থেকে শিবসেনাও ছিনিয়ে নিয়েছেন। এবং বালাসাহের তৈরি দলের প্রধান হিসেবে এবার অভিষেক ঘটল থানে জেলার দোর্দণ্ড প্রতাপশালী নেতা একনাথ শিণ্ডের। মঙ্গলবার মুম্বইয়ে শিবসেনা সাংসদ, বিধায়ক এবং দলীর পদাধিকারীদের সভায় সর্বসম্মত ভাবে দলীয় প্রধান নির্বাচিত হয়েছেন শিণ্ডে। দলনেতা নির্বাচিত হওয়ার পরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ঘোষণা করেন, এবার থেকে রাজ্যের চাকরির ৮০ শতাংশ সংরক্ষিত থাকবে মারাঠিদের জন্য। আর এসবের মাঝেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উদ্ধব ঠাকরেরা। শিবসেনা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় মামলা করেছেন বালাসাহেব পুত্র। উদ্ধবের দাবি, শিবসেনার ওপর একনাথ শিণ্ডে গোষ্ঠীর কোনও অধিকার নেই। তাই এখনই যেন তাঁরা শিবসেনার সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নিজেদের অধিকার না দেখাতে পারে। সেই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। তবে এরই মাঝে উদ্ধবকে সরিয়ে শিবসেনার ‘পক্ষ প্রমুখ’ হলেন একনাথ। (আরও পড়ুন: ‘সরকারি কর্মীরা ভালো থাকলে…’, ডিএ আন্দোলনের মাঝেই বড় বার্তা মমতার)

বিবাদের শুরু হয় গত বছরের মাঝামাঝি। সেই সময় মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি সরকার ভাঙতে ৩০-এর বেশি বিধায়ক নিয়ে ভিনরাজ্যে পাড়ি দেন একনাথ শিণ্ডে। কংগ্রেস ও এনসিপির সঙ্গে শিবসেনার জোট সরকারের পতন হয়। মুখ্যমন্ত্রিত্ব হারান উদ্ধব ঠাকরে। এর মাঝে গুজরাট, অসম ঘুরে আসেন একনাথ ও তাঁর অনুগামীরা। শেষ পর্যন্ত গোয়া হয়ে মুম্বইতে ফেরেন একনাথ। মনে করা হচ্ছিল, বিজেপির সঙ্গে নতুন জোট সরকাররে উপমুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ। তবে সবাইকে অবাক করে শিণ্ডেকেই মুখ্যমন্ত্রী করে দেয় বিজেপি।

একনাথ শিণ্ডে দাবি করেন, দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এবং সাংসদ যেহেতু তাঁর সঙ্গে, তাই ‘আসল’ শিবসেনা তাঁর গোষ্ঠী। এই আবহে আদালতের দ্বারস্থ হন উদ্ধব ঠাকরে। ততদিনে শিবসেনা দু’ভাগ হয়ে যায়। একনাথ শিণ্ডে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শিবসেনার দখল নেওয়ার জন্য। এই আবহে সাময়িক ভাবে শিবসেনা নাম ও প্রতীক বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। তবে গত শুক্রবার নির্বাচন কমিশন শিবসেনা বিতর্কের অবসান ঘটান। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়। কমিশন জানায়, একনাথ শিণ্ডের গোষ্ঠীই হল বালাসাহেবের তৈরি ‘আসল’ শিবসেনার নেতা। কমিশনের তরফে জানানো হয়েছে যে শিবসেনার বর্তমান সংবিধান অগণতান্ত্রিক। কোনও নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিকভাবে একটি গোষ্ঠীর লোকদের পদাধিকার বলে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, দলের দখল রাখতে নিজের আস্থাভাজনদের নেতা পদে নিয়োগ করেছিলেন উদ্ধব ঠাকরে। তবে নির্বাচন কমিশন সেই নিয়োগকে বেআইনি আখ্যা দেয়।