Aiden Markram SRH Captain: সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক নির্বাচিত হলেন এইডেন মারক্রাম

<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> আসন্ন <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের জন্য নিজেদের অধিনায়ক বেছে নিল সানরাইজার্স হাদরাবাদ। প্রোটিয়া তারকা এইডেন মারক্রামকে আসন্ন মরসুমের জন্য ক্যাপ্টেন নির্বাচিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আগে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ত্ব সামলেছিলেন। কিন্তু তাঁকে গত মরসুমের পরই ছেড়ে দেয় কমলা ব্রিগেড।&nbsp;</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০ টি-টোয়েন্টি লিগের দল সানরাইজার্স কেপ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম দিকে মনে করা হচ্ছিল যে ময়ঙ্ক আগরওয়ালকে ক্যাপ্টেন করা হতে পারে। সানরাইজার্স এবারের নিলাম থেকে ৮ কোটি ৫০ লক্ষ টাকায় ময়ঙ্ককে দলে নিয়েছিল। যিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে কাজ করেছেন।</p>
<p>২০২৩ আইপিএলের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। পরের দিন এপ্রিল কলকাতা নাইট রাইডার্স তাঁদের অভিযান শুরু করছে। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সেদিন দুটো ম্যাচ রয়েছে। দিল্লি ক্যাপিটালস নামবে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে আরসিবি নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালও আগামী ২৮ মে হবে আমদাবাদ। প্রায় তিন বছর বাদে হোম-অ্য়াওয়ে ফর্ম্যাটে আইপিএলের আসর বসছে এবার।&nbsp;</p>
<p>এবারের&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের পাঁচদিন পর থেকে। মার্চ মাসের ২৬ তারিখ উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল আয়োজিত হবে। কিছুদিন আগেই তার নিলাম ও ক্রীড়াসূচি ঘােষণা হয়ে গিয়েছে।</p>
<p>৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত লিগ পর্যায়ের মোট ৭০টি ম্যাচ খেলা হবে। মোট ১২টি শহরে খেলা হবে। ভেনু হল- চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, নখনউ, দিল্লি, আমদাবাদ, জয়পুর ও মোহালি। কিছু ম্যাচ হবে গুয়াহাটি ও ধর্মশালায়। গুয়াহাটি রয়্যালসের সেকেণ্ড হোম ও ধর্মশালা পঞ্জাব কিংসের সেকেণ্ড হোম।</p>
<p>আইপিএলের দ্বিতীয় ম্যাচেই খেলতে দেখা যাবে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>ের নেতৃত্বাধীন কেকেআরকে। ১ এপ্রিল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পঞ্জাবের ঘরের মাঠ মোহালিতেই এই ম্যাচটি আয়োজিত হবে। করোনার কারণে প্রায় তিন বছর সিংহভাগ ফ্রাঞ্চাইজিই নিজেদের ঘরের মাঠে আইপিএল খেলতে পারেনি। তবে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a>র চোখ রাঙানি কমেছে। তাই এ মরসুম থেকে আবারও হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে।</p>