Cricketer Dinesh Karthik Meets KGF Fame Actor Yash, Know In Details

চেন্নাই: তাঁর অভিনীত সিনেমা কেজিএফ (KGF) বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। অভিনেতা যশ (Yash) সিনেমার অভিনয় করেছিলেন রকি (Rocky Bhai) ভাইয়ের চরিত্রে। সেই চরিত্রটি প্রবল জনপ্রিয় হয়েছিল।

এবার কেজিএফ খ্যাত অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করলেন ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তামিলনাড়ুর ক্রিকেটার খেলার ফাঁকে নিয়মিত সিনেমা দেখেন। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, মনকে তরতাজা রাখার জন্য সিনেমা দেখা তাঁর অন্যতম প্রিয় অবসর যাপনের সঙ্গী।

ডিকে ইয়াশের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘সালাম রকি ভাই’। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

একদিন আগেই জাতীয় দল নিয়ে বড় তথ্য প্রকাশ করেছেন ডিকে। জানিয়েছেন, মহম্মদ সিরাজকে একটা সময়ে দল থেকে বাদ দেওয়া হচ্ছিল। সেই সময়ে এগিয়ে এসেছিলেন বিরাট কোহলি। কার্তিক জানান, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি হয়তো দলকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। কিন্তু ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানকে খাটো করা যাবে না। বিশেষ করে সিরাজের কেরিয়ারে বিরাটের অবদান ভোলার নয় বলেও জানিয়েছেন ডিকে।

তবে শুধু বিরাট কোহলি নন, সিরাজের ব্যাপারে তৎকালীন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও এগিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন ডিকে। কার্তিক বলেছেন, ‘কোহলির অধিনায়কত্বে অভিষেক হওয়া ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিলের মতো খেলোয়াড়রা দুর্দান্ত খেলছে। কোহলির সঙ্গে মহম্মদ সিরাজের আলাদা সম্পর্ক ছিল কারণ দুজনেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দীর্ঘ দিন ধরে খেলছে।’

 


কার্তিক বলেছেন, ‘তখন আমি কেকেআর দলের সদস্য ছিলাম। আরসিবি আমাদের ১০০ রানের মধ্যে অল আউট করে দিয়েছিল। সেই ম্যাচে সিরাজ ৩ উইকেট নিয়েছিল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিল। ওর টি-টোয়েন্টি কেরিয়ার সেখান থেকে দারুণভাবে এগতে শুরু করেছিল।’ কার্তিক যোগ করেছেন, ‘আরসিবি-তে খেলার সময় একটি সময় ছিল যখন সিরাজকে দল থেকে বাদ দেওয়ার কথা উঠেছিল। যদিও সেই সময়ে কোহলি তরুণ বোলারের হাত ধরে সরাসরি বলেছিল যে, আমি একে প্রথম একাদশে চাই। কোহলির দাবি মেনে সিরাজকে খেলানো হয়। সিরাজও মাঠে পারফর্ম করে নিজের যোগ্যতা প্রমাণ করে। পরে জাতীয় দলেও জায়গা করে নেয় ও।’

আরও পড়ুন: ঢাকায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ দাদা