Pawan Khera Arrested; কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার! বিমান থেকে নামিয়ে নেওয়ার পরই পদক্ষেপ অসম পুলিশের

বিমান থেকে নামানোর পর কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করা হল। এদিন সকালে দিল্লি বিমানবন্দর থেকে কংগ্রেসের এক প্রতিনিধি দল রওনা হচ্ছিল রাইপুরের পথে। সেই দলে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পবন খেরা। তাঁকে দিল্লি পুলিশ বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। এরপর অসম পুলিশ জানিয়েছে, তাঁদের অনুরোধে দিল্লি পুলিশ পবন খেরাকে বিমান থেকে নামিয়ে নেয়। কারণ পবন খেরার বিরুদ্ধে রয়েছে এফআইআর। এরপর পবন খেরাকে গ্রেফতার করে অসম পুলিশ।

পবন খেরাকে বিমান থেকে নামানোর পরই বিমানবন্দরে তুমুল ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা। রণদীপ সিং সুরজেওয়ালা থেকে শুরু করে, সুপ্রিয়া শ্রীনাতেরা স্লোগান তোলেন ‘বিজেপি হায় হায়’এর। উল্লেখ্য, সদ্য এক মন্তব্যে নরেন্দ্র মোদীকে ‘নরেন্দ্র দামোদর দাস মোদীর ’ জায়গায় ‘নরেন্দ্র গৌতমদাস মোদী’ বলে আখ্যা দেন পবন খেরা। এরপরই অসম পুলিশ জানিয়েছে, তাদের কাছে পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ফলে সেই এফআইআর অনুযায়ী, তারা দিল্লি পুলিশের কাছে পবন খেরাকে গ্রেফতারির অনুরোধ জানায়। তারপরই অসম পুলিশ পবন খেরাকে গ্রেফতার করে। গোটা ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস নেতা নেত্রীরা। 

(প্লেন থেকে নামিয়ে দেওয়া হল কংগ্রেস নেতা পবন খেরাকে! বিমানবন্দরে উত্তেজনা)

উল্লেখ্য, রাইপুরে কংগ্রেসের এক সভায় যোগ দিতে ছত্তিশগড়ের রাইপুরে যাচ্ছিলেন পবন খেরারা। তখনই পবন খেরাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিমানবন্দর থেকে বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, পবন খেরা জানান, প্রথমে তাঁকে বলা হয়, যে তাঁর ব্যাগেজে কিছু সমস্যা রয়েছে। তিনি বলছেন,’যদিও আমার শুধউই হ্যান্ড ব্যাগেজ ছিল। তারপর তাঁরা জানান, আপনি বিমানে সফর করতে পারবেন না। তারপর তাঁরা বললেন, ডিসিপি আপনার সঙ্গে দেখা করবেন। আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হল। কোনও আইন শৃঙ্খলার চিহ্ন নেই।’ এদিকে, পবন খেরাকে ঘিরে এই ঘটনার প্রেক্ষিতে উত্তাল হয়ে ওঠে, দিল্লি বমানবন্দর চত্বর। কংগ্রেস নেতারা ক্ষোভে ফেটে পড়েন। সুপ্রিয়া শ্রীনাতে প্রশ্ন তোলেন যে, ‘কার নির্দেশে এমন ঘটানো হল?’ 

এদিকে, অসামরিক বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে,’ দিল্লি বিমানবন্দরে একজন যাত্রীকে বিমান থেকে নামানো হয়েছে। বিমানটি ছিল রাইপুরগামী সিক্স ই ২০৪। এরপর আরও কিছু যাত্রী বিমান থেকে নেমে যান তাঁদের স্বেচ্ছায়।’ এছাড়াও বিমান পরিবহন সংস্থা জানিয়েছে,’বিমানটি দেরিতে ছাড়ায় আমরা দুঃখিত।’

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup