Sergio Ramos Announces Retirement After Talks With New Spain Coach

মাদ্রিদ: প্রায় বছর দু’য়েক মার্চ মাসে শেষবার স্পেনের জাতীয় দলের (Spain Football Team) হয়ে মাঠে নেমেছিলেন সার্জিও রামোস (Sergio Ramos)। তবে উয়েফা ইউরো বা কাতার বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পাননি তারকা ডিফেন্ডার। ওই দুই টুর্নামেন্টে দলের কোচ ছিলেন লুইস এনরিকে। বিশ্বকাপের পর এনরিকে স্পেন দলের দায়িত্ব ছেড়েছেন বটে, তবে নতুন কোট লুইস ডে লা ফুয়েন্তের পরিকল্পনার মধ্যেও রামোস নেই। এটা জানার পরেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন স্পেনের প্রাক্তন অধিনায়ক।

রামোসের প্রতি অনাস্থা

সোশ্যাল মিডিয়ায় নিজের আন্তর্জাতিক অবসরের কথা ঘোষণা করে রামোস বলেন, ‘আমাদের প্রিয় লা রোহাকে বিদায় জানানোর সময় চলে এসেছে। আজ সকালে আমায় বর্তমান কোচ ফোন করে জানান যে ওঁ আমি যেমনই পারফর্ম করি না কেন, ওঁ আমার ওপর আস্থা রাখতে পারবে না। তাই অত্যন্ত দুঃখের সঙ্গেই আমি এই সফরটা শেষ করতে চলেছি। জাতীয় দলের হয়ে এত সাফল্য অর্জন করার পর আমি ভেবেছিলাম সফরটা আরও দীর্ঘায়িত হবে এবং এর শেষটাও মিষ্টিমধুরভাবেই করব।

মদ্রিচ, মেসিদের সঙ্গে তুলনা

সার্জিও রামোস স্পেনের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলেছেন। তাঁর দখলে ১৮০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে। রামোস লা রোহার স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দুই ইউরো এবং ২০১০ সালের বিশ্বকাপ, পর পর তিন খেতাবজয়ী স্পেন দলেরই অংশ ছিলেন তিনি। তবে আর তাঁকে স্পেনের হয়ে খেলতে দেখা যাবে না। এমনভাবে আচমকাই আন্তর্জাতিক আঙিনা থেকে অবসর ঘোষণা করলেও, মন থেকে তিনি কিছুতেই যেন বিষয়টা মেনে নিতে পারছেন না।

 

লিওনেল মেসি, লুকা মদ্রিচ, পেপেদের উদাহরণ টেনে রামোস লেখেন, ‘আমার মেসি, মদ্রিচ, পেপেদের দেখে খানিকটা সিংহাই হয়। ওদের দেশে ওদের ফুটবলের পারফরম্যান্সটাকেই গুরুত্ব দেওয়া হয়। দুর্ভাগ্যবশত আমার ক্ষেত্রে এমনটা হবে না। ফুটবলে সবসময় ন্যায়বিচার হয় না এবং ফুটবলটা কখনই শুধু ফুটবল খেলার ওপর নির্ভরশীল হয় না।’

আরও পড়ুন: ডার্বির আগে উত্তাপ বাড়াচ্ছেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের বিদেশি তারকারা