ATKMB Vs EB: Stephen Constantine Believes League Position Is Of No Use In Derby

কলকাতা: শনিবার যুবভারতীতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। বর্তমানে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে সবুজ-মেরুন। অপরদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লাল-হলুদ ১০ নম্বরে রয়েছে। লিগের অবস্থান অনুযায়ী স্বাভাবিকভাবেই এগিয়ে এটিকে মোহবাগান। তবে ডার্বিতে কোনও দলই এগিয়ে থাকে না এবং এই ম্যাচে লিগ অবস্থানের কোনও গুরুত্বই নেই বলে দাবি করছেন ইস্টবেঙ্গল কোট স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। 

কঠিনতম ম্য়াচ

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কনস্ট্যান্টাইন বলেন, ‘প্রতিটি ম্যাচই কঠিন, তবে ডার্বি কঠিনতম ম্যাচ। সবাই কলকাতা ডার্বি জিততে চায়। আমার মনে হয় আমরা এই ম্যাচের জন্য ভালই প্রস্তুতিটা সেরেছি। এই দুই বড় ক্লাবের লড়াইয়ে কোনও দলই এগিয়ে বা পিছিয়ে থাকে না। এই ম্যাচে ইচ্ছাশক্তিটাই আসল। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত যে দল লড়াই করতে প্রস্তুত থাকবে, তারাই জিতবে। এই ম্যাচগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ম্যাচে লিগের অবস্থানের কোনও গুরুত্ব নেই। সবকিছু বাদেও ডার্বি জয়টার কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে। ডার্বি জিতলে কলকাতার বুকে পরবর্তী দুই, তিন মাস সেই নিয়ে গর্ব করা যায়। আমাদের লক্ষ্য সেটাই।’

ভিন্ন দল

গত সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়েছিল জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। তবে সেই ম্যাচের দল থেকে বর্তমান ইস্টবেঙ্গল দলে বেশ কিছুটা ভিন্ন বলেই দাবি কনস্ট্যান্টাইনের। ‘আমি জানি সকলেই চায় আমরা যাতে প্রথম ছয়ে থাকি। তবে তার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমি বিগত আট মাস ধরে এই বিষয়েই কাজ করছি। পরের মরসুম এবং সুপার কাপের জন্য আমাদের একটি ভিত গড়ে উঠেছে। সেখান থেকেই ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আমি শনিবারের ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি, কারণ প্রথম রাউন্ডে আমাদের যে দল ছিল, তার থেকে আমরা এখন অনেকটাই ভিন্ন।’

লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে তাদেরই ঘরের মাঠে ১-০ পরাজিত করেই এই ম্যাচ খেলতে নামছে লাল হলুদ দল। অপরদিকে, কেরল ব্লাস্টার্সকে ২-১ হারিয়েছে এটিকে মোহনবাগান। আপাত অর্থে ইস্টবেঙ্গলের এই ম্যাচ থেকে আলাদা করে তেমন কিছু পাওয়ার নেই। তবে এটিকে মোহনবাগানকে প্রথম চারে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বাংলার পেসার, সেরে নিচ্ছেন বাগদান