Delhi Mayor on MCD Brawl: ‘নিজের জীবন বাঁচাতে দৌড়ালাম…’, পুরসভায় মারামারির ঘটনায় বিস্ফোরক দিল্লির মেয়র

দিল্লি পুরসভার ছয় সদস্যের এক স্ট্যান্ডিং কমিটি গঠনের নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে গতকাল। সেই ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন দিল্লির মেয়র শেলি ওবেরয়। শেল দাবি করেন, তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। বিজেপি কাউন্সিলরদের দিকেই তাঁর অভিযোগের আঙুল। এই আবহে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তার সঙ্গে দেখা করার কথাও বলেন মেয়র। উল্লেখ্য, গতকাল ছয় সদস্যের এক পৌর কমিটি গঠনের সময় দিল্লির নবনির্বাচিত মেয়র শেলি ওবেরয় একটি ভোট অবৈধ বলে ঘোষণা করেন। মেয়রের এই পদক্ষেপের জেরে ভোট গণনায় বাধা সৃষ্টি করে বিজেপির কাউন্সিলররা। এরপর ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় নতুন করে নির্বাচনের ঘোষণা করেন মেয়র। তবে তারমধ্যেও দিল্লির সিভিক সেন্টার পরিণত হয় রণক্ষেত্রে। (আরও পড়ুন: ‘১২ ঘণ্টার মধ্যে…’, মাধ্যমিকে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’ নিয়ে বড় আপডেট)

শেলি বলেন, ‘বিজেপির কয়েকজন সদস্য আমার উপর প্রাণঘাতী হামলা চালান।’ তিনি বলেন, ‘আমি যখন স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করছিলাম, তখন বিজেপি কাউন্সিলররা আমার চেয়ার ধাক্কা দিয়ে আমাকে আক্রমণ করে। বিজেপি কাউন্সিলর রবি নেগি, অর্জুন মারওয়াহ, চন্দন চৌধুরী এবং অন্যান্যরা আমার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন।’ তাঁর আরও অভিযোগ, তাঁর সহকর্মী আশু ঠাকুরকেও এক বিজেপি কাউন্সিলর আক্রমণ করে। গলায় থাকা স্কার্ফ পেঁচিয়ে তাঁকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে দিল্লির কমলা মার্কেট পুলিশ থানায় বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আম আদমি পার্টি নেতৃত্ব।

এদিকে দিল্লির মেয়র জানান, শুক্রবারের ঘটনার জেরে ভোটাভুটিতে ব্যবহৃত ব্যালট পেপারগুলি ছিঁড়ে গিয়েছে। কয়েকটি হারিয়েও গিয়েছে। তাই দিল্লি পুরসভার ৬ সদস্যের স্ট্যান্ডিং কমিটি বাছাইয়ের জন্য নতুন করে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে আম আদমি পার্টির বিধায়ক অতীশি বলেছেন, ‘এমসিডিতে, গোটা দেশকে বিজেপি দেখিয়ে দিয়েছে তারা একটি গুন্ডাদের দল। ভোটে হেরেছে জেনেই বিজেপি আক্রমণ শুরু করে। বিজেপির কাউন্সিলররা টেবিলে উঠে মেয়রকে হুমকি দেয়।’

প্রসঙ্গত, দিল্লি পুরসভার স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যকে বেছে নেওয়ার জন্য গতকাল দিল্লি পুরসভার ২৫০ জন কাউন্সিলরের মধ্যে অন্তত ২৪২ জন ভোট দেন। ভোট গণনার পর, মেয়র একটি ভোট অবৈধ বলে ঘোষণা করেন এবং ফের ভোট গণনা করার নির্দেশ দেন। এরপরই আম আদমি পার্টি এবং বিজেপির কাউন্সিলররা টেবিলে উঠে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এরপর হাতাহাতি শুরু হয়। ধুন্ধুমার কাণ্ড বাঁধে সিভিক সেন্টারে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।