Sukanta Majumdar: সাগরদিঘিতে ছাগল পিষে দেওয়ার অভিযোগ, ৫ হাজার টাকা দিয়ে ছাড়া পেল সুকান্তর গাড়ি

শেষবেলায় শনিবার সাগরদিঘিতে প্রচারে গিয়ে বিপাকে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি দিয়ে ছাগল পিষে মারার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হল বালুরঘাটের সাংসদকে। গোটা ঘটনাকে শাসকদলের সাজানো বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। একে শাসকদলের ‘নিম্নরুচির রাজনীতি’ বলে মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের অভিযোগ, গ্রামের মধ্যে দিয়ে জোরে গাড়ি চালানোর ফলে এই ঘটনা।

শনিবার প্রচারের শেষ দিনে সংখ্যালঘু অধ্যুষিত কাবিলপুর ও বালিয়া যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। তাঁতবিড়াল গ্রাম দিয়ে যাওয়ার সময় সুকান্ত কনভয় একটি ছাগলকে পিষে দেয় বলে অভিযোগ। এর পরই উতপ্ত হয় এলাকা। পুলিশের সামনেই তাঁর কনভয় ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা সাংসদের কাছে জরিমানা দাবি করেন। শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকায় রফা হয়। ওই টাকা দিয়ে তবেই যেতে পারেন সাংসদ।

বিজেপির অভিযোগ মরা ছাগল ফেলে জরিমানার টাকা আদায় করা হয়েছে। মুর্শিদাবাদ জেলাসভাপতি শাখারভ সরকার বলেন, ‘আমরা কোন ঝামেলায় যেতে চাইনি। তাই টাকা দিয়ে বেরিয়ে এসেছি।’ সুকান্ত মজুমদার বলেন, ‘এ সব নিয়ে মন্তব্য করতে ঘেন্না লাগছে। কোথা থেকে সব সাজিয়ে এই সব করেছেন ওঁরা।’

স্থানীয় তৃণমূল নেতা মণিরুল ইসলাম বলেন, ‘খুব জোরে গাড়ি চালাচ্ছিল ওঁরা। একটা ছাগলকে পিষে দিয়ে চলে যায়। আমরা ঘিরে ধরে টাকা আদায় করেছি।’