ATK Mohun Bagan Coach Juan Ferrando Claims He Is Only 50 Percent Happy Even After Kolkata Derby Win

কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে শনিবারসীয় যুবভারতীতে ২-০ গোলে জয় পেয়েছ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই নিয়ে টানা আটটি কলকাতা ডার্বি জিতল সবুজ মেরুন। এই জয়ের ফলেই লিগ তালিকায় তিন নম্বরে শেষ করেছে সবুজ মেরুন। এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) মতে ডার্বি জয়ের থেকে তৃতীয় স্থানে শেষ করাটাই আরও বেশি গুরুত্বপূর্ণ।

৫০ শতাংশ খুশি

ফেরান্দো ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমাদের জন্য তৃতীয় স্থানে শেষ করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এ মরসুমটা সকলের জন্যই বেশ কঠিন। সত্যি বলতে আমি এ মরসুমে আমাদের পারফরম্যান্স নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট নই। তবে এখন আর এসব ভাবার সময় নয়, এখন প্লেঅফ নিয়ে ভাবনাচিন্তা করাটাই সবথেকে বেশি প্রয়োজন। দলের জয়ে আমি ৫০ শতাংশই খুশি। যদি আমরা প্রথম দুইয়ে শেষ করতে পারতাম, তাহলে আরও বেশি খুশি হতাম। তবে আমাদের অনেক প্রতিকূলতা অতিক্রম করেই এই জায়গায় আসতে হয়েছে।’

৪ মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে প্লে-অফে খেলতে নামবে সবুজ মেরুন। আগে শেষ করায় ঘরের মাঠেই এই প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ফেরান্দোর দল। সেই ম্যাচের জন্য বেশ খানিকটা সতর্ক ফেরান্দো। সবুজ মেরুন কোচ বলেন, ‘ওই ম্যাচে (ওড়িশা এফসির বিরুদ্ধে) মাঠে নামার আগে আমাদের এক সপ্তাহ মতো সময় রয়েছে। প্লে অফ ম্যাচ ওটা, তাই মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকাটা ভীষণ জরুরি। কারণ এই ম্যাচে একটি ভুল কিন্তু গুরুতর হয়ে উঠতে পারে। তাই মানসিকভাবে প্রস্তুত হয়েই এই ম্যাচে মাঠে নামতে হবে আমাদের। ওড়িশা দলে বেশ ভাল ভাল ফুটবলার রয়েছেন, তাই ম্যাচের শুরুতেই থেকে রাশ আমাদের দখলে রাখতে হবে। আমাদের সেমিফাইনালে পৌঁছতেই হবে।’ প্রসঙ্গত,  এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। 

হতাশ লাল হলুদ কোচ

ম্যাচে পরাজয়ের পর ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) স্পষ্টই মেনে নিচ্ছেন, তাঁর দল ম্যাচ জেতার মতো খেলতেই পারেনি। ম্যাচ শেষে লাল হলুদ কোচ বলেন, ‘আমার মনে হয় না আমরা ম্যাচ জেতার মতো যথেষ্ট সুযোগ তৈরি করতে পেরেছি। জেতার মতো তো খেলতেই পারিনি। এই ম্যাচ থেকে আমরা এক পয়েন্টও পাওয়ার যোগ্য নয়। ঠিকঠাক করে কর্নার ডিফেন্ড করতে পারিনি। ওরা যখন ১-০ এগিয়ে গেল, তারপর তো আমরা ম্যাচে ফেরার চেষ্টা করবই (সেই প্রক্রিয়াই দ্বিতীয় গোলটি হজম করতে হয়)।’

আরও পড়ুন: তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, সৌদির লিগে আগুন ঝরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো