MR vaccine: শেষ হল হাম-রুবেলার টিকাকরণ কর্মসূচি, জেলার থেকে পিছিয়ে কলকাতা

শিশুদের মধ্যে হাম-রুবেলার বারবাড়ন্ত রুখতে গত ৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। প্রথমে ১১ ফেব্রুয়ারি এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও পরে তা বাড়িয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি এই কর্মসূচি শেষ হয়েছে। তাতে রাজ্য জুড়ে ৯৫ শতাংশ শিশুকিশোরদের এই টিকাদান সম্ভব হলেও কলকাতায় ধরা পড়েছে উদ্বেগজনক ছবি। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ বেশ কিছু শহরে মাত্র ৮০ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে অর্থাৎ ২০ শতাংশ টিকাদান এখনও সম্ভব হয়নি। সব মিলিয়ে জেলাগুলি থেকে পিছিয়ে কলকাতা-সহ বেশ কয়েকটি শহর।

কলকাতায় টিকাকরণ কর্মসূচি চালিয়েছে কলকাতা পুরসভা। সেখানে ১১ লক্ষ শিশুকিশোরকে টিকাদানের পরিকল্পনা ছিল। কিন্তু তার মধ্যে ৮০ শতাংশ শিশু কিশোরকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। যা ভালো নয় বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা। এই পরিস্থিতিতে যাদের টিকাদান সম্পন্ন হয়নি পরবর্তী সময়ে তাদের টিকাদান সম্পন্ন করতে হবে বলে পুরসভার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পুরসভাকেও একই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

প্রথমের দিকে টিকাকরণ কর্মসূচি ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে টিকাদান লক্ষ্যমাত্রায় না পৌঁছনোর কারণে সেই সময়সীমা ২১ পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কলকাতা, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু শহর টিকাদানে পিছিয়ে ছিল। এর কারণ অনেক স্কুলই টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে চাইনি। যার ফলে টিকাকরণে পিছিয়ে ছিল। কলকাতায় সময়সীমা বাড়ানোর আগে টিকাদানের পরিমাণ ছিল ৭০ শতাংশ। কিন্তু সময় বাড়ানোর পর আরও ১০ শতাংশ বেড়েছে টিকাদান।

রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক অসীম দাস মালাকার বলেন, ‘রাজ্যে ৯৫ শতাংশ শিশুকিশোরকে টিকাদান সম্ভব হয়েছে। যা খুবই ভালো লক্ষণ। কিন্তু, কিছু জায়গা এখনও পিছিয়ে রয়েছে। আমাদের লক্ষ্য হল সমস্ত শিশুকিশোরদের টিকা দেওয়া। আশা করি, আগামী দিনে ১০০ শতাংশ টিকাদান সম্পন্ন হবে। উল্লেখ্য, রাজ্যের ২.৩ কোটি শিশুর মধ্যে ২.২ কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup