বিরোধীরা একজোট হতেই পূর্ব মেদিনীপুরের সমবায়ে ফের ধুয়ে মুছে সাফ তৃণমূল

বিরোধীরা একজোট হতেই পূর্ব মেদিনীপুরে ফের ধুয়ে সাফ তৃণমূল। এবার এগরার একটি সমবায় নিরঙ্কুশভাবে দখল করল দুর্নীতি বিরোধী জোট। এগরা ২ নম্বর ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায়ের ৯টি আসনের সবকটিইতেই জিতেছে বাম – বিজেপি ও কংগ্রেসের জোট।

রবিবার সমবায় নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষ্যে স্থানীয় আটবাটি হাই স্কুলে আঁটোসাটো নিরাপত্তা। ৯২৪ জন সদস্যের মধ্যে ভোটদান করেন ৮২৭ জন। বিকেলে ফল প্রকাশ হলে দেখা যায়। বিরোধী জোটের সামনে কার্যত ধুয়ে মুছে গিয়েছে শাসক তৃণমূল। একটি আসনেও জয়লাভ করতে পারেনি তারা।

জয় নিশ্চিত হতেই আটবাটি হাইস্কুলের সামনে একাধারে ওঠে জয় শ্রী রাম ও ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। গেরুয়া ও লাল আবির খেলায় মেতে ওঠে ২ শিবির। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এলাকায় তৃণমূলের চিহ্ন থাকবে না বলে দাবি করেছে বিরোধীরা। তাদের দাবি, দুর্নীতিবাজ গুন্ডাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষের কাছে এখন নীতি – আদর্শের থেকে বড় হয়ে গিয়েছে দুর্নীতি। যে দলের মহাসচিব বান্ধবীর বাড়িতে ঘুষের টাকা মজুত করে তাদের কোন সুস্থ মানুষ ভোট দেবে?

এই জয় নিয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ‘তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে। তৃণমূল যত ভয় দেখাবে তত আমাদের ভোট বাড়বে।’ তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যব্রত দাস বলেন, ‘ওরা ঘোঁট করে ভোট করেছিল। মানুষকে ভুল বুঝিয়ে জিতেছে। এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনও সম্পর্ক নেই।’

এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একজোট হয়ে সমবায় ভোটে লড়ে ক্ষমতা দখল করে বাম ও বিজেপি। সেই ঘটনার পর ৬ সদস্যকে সাসপেন্ড করে সিপিএম।