Army Colonel Murders Woman in Assam: প্রেমই হল কাল, অসমে মহিলা খুনে ধৃত সেনার কর্নেল! সূত্র মিলল হাওড়ার প্ল্যাটফর্মে

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৪ বছরের শিশুর সূত্র ধরে পুলিশের জালে কর্নেল পদমর্যাদার সেনা আধিকারিক। জানা গিয়েছে, সেনার এক জনসংযোগ আধিকারিককে তেজপুর থেকে গ্রেফতার করেছে অসমের কামরূপ গ্রামীণ পুলিশ। ধৃত সেনা আধিকারিকের নাম লেফটেন্যাম্ট কর্নেল অমরিন্দর সিং ওয়ালিয়া। ধৃতের বিরুদ্ধে অভিযোগ তিনি এক মহিলাকে খুন করেছেন। জানা গিয়েছে, অসমের কামরূপ জেলার ৩৫ বছর বয়সি এক মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল কর্নের অমরিন্দরের। এর মাঝে তিনি দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে অসমে ফিরে এসে সেই মহিলার সঙ্গে দেখা করেছিলেন তিনি। এরপরই সেই মহিলাকে খুন করেন কর্নেল অমরিন্দর। মৃত মহিলার নাম বন্দনা শ্রী।

জানা গিয়েছে, এই গোটা ঘটনা পুলিশের নজরে আসে কয়েকদিন আগে। কামরূপ গ্রামীণ পুলিশের সুপার হীতেশ চন্দ্র রায় জানান, গত ১৫ ফেব্রুয়ারি এক মহিলার মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। পরে সেই মহিলার ৪ বছর বয়সি ছেলেকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয়। কীভাবে সেই মহিলার ছেলে হাওড়ায় পৌঁছল, সেই নিয়ে তদন্ত করতে নেমেই রহস্যের পর্দা ফাঁস হয়। জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল ৪ বছর বয়সি শিশুটি। এরপর ২৫ তারিখই তেজপুর থেকে কামরূপ পুলিশ অভিযুক্ত সেনা আধিকারিককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, নিজের ব্যক্তিগত গাড়িতে মহিলাকে খুন করে কর্নেল অমরিন্দর। এরপর রাস্তাতেই মৃতদেহ ফেলে দিয়ে তেজপুর চলে যায় সেই সেনা আধিকারিক। কামরূপের চাংসারিতে ৩১ নম্বর জাতীয় সড়কে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মৃত মহিলার দেহ উদ্ধার হয় গত ১৫ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, মৃত বন্দনা কয়েকদিন আগে বরাণসী গিয়েছিলেন। পরে দিল্লি হয়ে গুয়াহাটি ফেরেন বন্দনা। এদিকে অভিযুক্ত অমরিন্দর বিবাহিত। তার ৯ বছর বয়সি এক সন্তানও রয়েছে। এদিকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে কর্নেল অমরিন্দরকে জেরা করছে পুলিশ। তদন্ত জারি রয়েছে। তেজপুর পুলিশ জানায়, অভিযুক্ত কর্নেলকে গ্রেফতার করার জন্য কামরূপ গ্রামীণ পুলিশকে তারা সব ধরনের সহায়তা করেছে।