Mitchell Starc | BGT 2023: নেটে আগুন ঝলসাচ্ছেন স্টার্ক…ইন্দোরে কি খেলছেন বুকে কাঁপুনি ধরানো পেসার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy, BGT 2023) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের (Pat Cummins) হারিয়েছে ৬ উইকেটে। আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। চোট-আঘাতে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া শিবির। নাগপুর-দিল্লিতে কামিন্স খেললেও চোটের জন্য খেলেননি মিচেল স্টার্ক (Mitchell Starc)। এখন প্রশ্ন স্টার্কের সার্ভিস কি ইন্দোরে পাবে অস্ট্রেলিয়া?

 (ছবি সৌজন্য়ে-ক্রিকেট অস্ট্রেলিয়া)

বক্সিং-ডে টেস্টে খেলতে গিয়ে স্টার্ক বাঁ-হাতের মধ্যমায় চোট পেয়েছিলেন। কিন্তু সোমবার থেকে ইন্দোরে শুরু হওয়া প্র্যাকটিস সেশনে স্টার্ককে নেটে আগুন ঝলসাতে দেখা গিয়েছে। স্টার্কের বল করার ছবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইন্দোরে খেলার ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী স্টার্ক। ক্রিকেটডটকমডটএইউ-তে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। হোলকারের পিচ দেখে বলেছেন, ‘এটা টেস্ট ম্যাচ, যার জন্য যথেষ্ট ভালো উইকেট। দেখুন বল করার সময়ে প্রথমে কিছুটা অস্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। ১০০ শতাংশ তৈরি নই সেটা কিছুক্ষণ মনে হয়েছিল। কিন্তু বল খুব ভালো ভাবে আসছে। আমি ঠিক আছি। দেখুন এটা আমার প্রথম টেস্ট হতে পারে, কিন্তু আমি এরকম অস্বস্তি নিয়ে খেলেছি। ১০০ শতাংশ ফিট থাকলেই খেলি। আমি পাঁচ বা দশটি টেস্ট খেলব। বিগত ১০-১২ বছর ধরে ব্যথা -যন্ত্রণা নিয়েই চলছি।’ এক অজি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, ‘খেলার জায়গায় আছি আমি। বাকিটা নির্বাচকদের ওপর। টেস্ট ম্য়াচ খেলার জায়গায় আছি। ভেবেছিলাম যতটা তাড়াতাড়ি সুস্থ হব, ততটা তাড়াতাড়ি সুস্থ হতে পারিনি। কিন্তু আমার ধৈর্য্য যথেষ্ট আছে। সেরে ওঠার মধ্যে আছি। খেলার মতো স্বাচ্ছন্দ্য বোধ করছি। আশা করি দলে ভূমিকা রাখতে পারব। ‘ ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। ইতিমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত ২-০ জিতে ট্রফি ধরে রেখেছে। এবার রোহিতরা অজিদের হোয়াইটওয়াশ করতেই চাইবেন।

আরও পড়ুনJasprit Bumrah Injury: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্স, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা

এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)