Young wicketkeeper Abhishek Porel got hurt while keeping in Delhi Capitals camp

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অনুশীলনে চোট পেলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল (Abishek Porel)। সোমবার নেট প্র্যাকটিসে চোট পান তিনি। চোখের নীচে চোট পয়ায়ার জন্য রক্ত ঝরতে থাকে। অভিষেককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এই তরুণ উইকেটকিপার এখন সুস্থ আছেন। 

টেলিফোনে অভিষেক বলেন, “চোখের নীচে লাগলেও এখন আগের থেকে ভালো আছি। দুটি স্টিচ পড়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। মঙ্গলবার থেকে ফের অনুশীলন শুরু করতে পারব।”  

আরও পড়ুন: অবাক কাণ্ড! ১০ রানে অল আউট করে ২ বলে জয়ের রান তুলে আইল অফ ম্যানকে হারাল স্পেন!

আরও পড়ুন: Virat Kohli and KL Rahul: ‘বিরাট’ রানের খোঁজে নেটে ব্যস্ত কোহলির সঙ্গে কেএল রাহুল

দিল্লি ক্যাপিটালসের অনুশীলন চলছে কলকাতায়। ক্রিকেটারদের প্রস্তুতি খতিয়ে দেখছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটসৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার স্লটলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দিল্লির অনুশীলন চলার সময় চোট পান অভিষেক। নেটে উইকেট কিপিং করছিলেন তিনি। এক স্পিনারের ডেলিভারি হঠাৎই লাফিয়ে উঠে আঘাত করে অভিষেকের চোখের নীচে। সেই জায়গায় ক্ষত তৈরি হয়। বেরোতে থাকে রক্ত। মাঠে উপস্থিত দিল্লি ক্যাপিটালসের চিকিৎসক অভিষেকের প্রাথমিক চিকিৎসা করেন। তার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চোখের নীচে যেখানে বল লেগেছিল, সেখানে দুটো সেলাই করা হয়েছে। অভিষেক এখন ঠিকই আছেন।

এদিকে গাড়ি দুর্ঘটনার জন্য ঋষভ পন্থের পক্ষে এবারের আইপিএলে নামা সম্ভব নয়। পন্থের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। পন্থ স্বয়ং অজি বাঁ হাতি ওপেনারকে অভিনন্দন জানিয়েছেন। পন্থের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের উইকেটের পিছনে দাঁড়াবেন কে? পন্থ চোট পাওয়ায় একজন উইকেট কিপারকে প্রয়োজন দিল্লি ক্যাপিটালসের। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ভালো পারফর্ম করা অভিষেকের আইপিএল-এ অভিষেক ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)