Airtel to hike tariff in 2023: ২০২৩-তে সব ভয়েস কলিং ও ইন্টারনেট প্যাকের দাম বাড়াবে এই টেলিকম সংস্থা!

মোবাইলের পরিষেবার ক্ষেত্রে সমস্ত ভয়েস কলিং ও ইন্টারনেট প্যাকের দাম বাড়ানোর পরিকল্পনা করছে ভারতী এয়ারটেল। এমনটাই জানিয়েছেন টেলিকম ফার্মের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। সোমবার বার্সেলানোয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এয়ারটেলের চেয়ারম্যান জানান, চলতি বছর সব প্ল্যানের দাম বাড়ানো হতে পারে। তাঁর যুক্তি, ভারতের মানুষ কার্যত বিনা পয়সায় ৩০ জিবি ডেটা ব্যবহার করছেন।

গত মাসেই আটটি সার্কেলে ন্যূনতম মোবাইল সার্ভিস প্ল্যানের (এন্ট্রি-লেভেল প্ল্যান) মূল্য ৫৭ শতাংশ বাড়িয়ে ১৫৫ টাকা করেছে এয়ারটেল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও প্ল্যানের মূল্য বাড়ানোর কথা শুনিয়ে রাখলেন এয়ারটেলের চেয়ারম্যান। তবে কী কারণে প্ল্যানের মূল্য বাড়ানো হচ্ছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এয়ারটেলের চেয়ারম্যান জানিয়েছেন যে টেলিকম ব্যবসায় যে পরিমাণ টাকা ঢালা হয়ে থাকে, সেই তুলনায় ‘রিটার্ন’ মেলে না। প্রচুর অর্থ বিনিয়োগের কারণে দিনের শেষে ব্যালেন্স শিট চাঙ্গা থাকে। কিন্তু আখেরে তেমন ‘রিটার্ন’ আসে না। তাঁর কথায়, ‘এই ধারার পরিবর্তন করতে হবে না। আমরা ভারতের বাজারে সামান্য (দাম) বৃদ্ধির বিষয়ে কথা বলছি। আমি আশা করছি যে সেই বিষয়টা এই বছরেই হবে।’

আরও পড়ুন: Jio vs Airtel: দুই প্ল্যানেই Amazon Prime, Disney + Hotstar আনলিমিটেড ডেটা! কোনটা নেবেন?

কিন্তু মোবাইল পরিষেবার সব প্ল্যানে মূল্য বাড়ালে তো আমজনতার উপর প্রভাব পড়বে? সেই প্রশ্নের জবাবে এয়ারটেলের চেয়ারম্যানের যুক্তি, অন্যান্য ক্ষেত্রে মানুষ যে হারে খরচ করছে, তার তুলনায় প্ল্যানের খরচ বৃদ্ধি একেবারে নগণ্য। পিটিইয়ের প্রতিবেদন অনুযায়ী, মিত্তল বলেছেন যে ‘বেতন বেড়েছে, ভাড়া বেড়ে গিয়েছে। শুধুমাত্র একটা জিনিস বাড়েনি। সেটা নিয়ে কেউ বলছেন না। কার্যত বিনা পয়সায় ৩০ জিবি ডেটা ব্যবহার করছেন মানুষ। আবারও দেশে ভোডাফোনের (আইডিয়া) মতো পরিস্থিতি তৈরি হোক, সেটা চাই না।’

আরও পড়ুন: Airtel Minimum Plan Hike: আরও ৭টি সার্কেলে ৯৯ টাকার রিচার্জ বন্ধ করল এয়ারটেল

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এয়ারটেলের চেয়ারম্যান বলেছেন যে ‘দেশে আমাদের একটি মজবুত টেলিকম কোম্পানি চাই। ভারতের স্বপ্ন হল ডিজিটাল। আর্থিক বৃদ্ধির হার সম্পূর্ণভাবে বোঝা গিয়েছে। আমার মতে, সরকার পুরো বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবেই অবহিত। নিয়ন্ত্রকও (ট্রাই) সেই বিষয়ে সম্পূর্ণভাবে অবহিত। মানুষও খুব ভালোভাবে বিষয়টি জানেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)