Bivash Adhikari in Recruitment Scam: সিল হয়েছে ফ্ল্যাট, আজ ইডির তলব নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়া চরিত্র বিভাস অধিকারীকে

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্প্রতি নাম উঠে এসেছে বিভাস অধিকারী। তাঁকেই আজ ইডি তলব করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভাসের একটি ফ্ল্যাট সিল করেছে ইডি। আর আজ তাঁকে জেরার জন্য ডাকা হয়েছে। কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের কর্ণধার বিভাস অধিকারীর নাম উঠে এসেছিল কুন্তল ঘোষকে জেরার সময়। এছাড়া তাঁর আরও বেশ কয়েকটি বিএড কলেজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিভাস অধিকারী বীরভূমের নলহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। সেখানে তাঁর আশ্রমও রয়েছে। কয়েকদিন আগেই সিউড়ির হরিপুরের কাছে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও ক্যানসার রিসার্চ সেন্টার খোলার সিদ্ধান্তও নিয়েছিলেন বিভাস। যদিও বিভাসের দাবি, দুর্নীতিতে তাঁর কোনও যোগ নেই। (আরও পড়ুন: আজ ফের কর্মবিরতিতে যাবেন সরকারি কর্মীরা, হকের ডিএ-র দাবিতে জারি আন্দোলন)

অভিযোগ উঠেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বিভাস অধিকারীর। পার্থবাবু ছাড়াও মানিক ভট্টাচার্য সহ শাসকদলের একাধিক দাপুটে নেতারাই নাকি যেতেন বিভাসের কলেজে। এহেন বিভাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কুন্তল। কুন্তল দাবি করেছিলেন, বিভাসও চাকরি দেওয়ার ‘এজেন্ট’। এদিকে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন স্বামী গোপাল দলপতিও প্রশ্ন তুলেছেন, কেন বিভাসকে তলব করছে না কেন্দ্রীয় সংস্থা। এদিকে একাধিক সূত্রে দাবি করা হয়েছে, ১৮ নম্বর কার্তিক বসু স্ট্রিটে একটি ফ্ল্যাটে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনে মাঝেমাঝেই আসতেন বিভাস। নীলবাতি লাগানো গাড়ি করে সেখানে এসে পৌঁছতেন তিনি। বিভাসবাবু যখন ফিরতেন তখন তাঁর গাড়িতে বেশ কয়েকটি ট্রাঙ্ক তোলা হত। পরে সেখানে টিচার্স ট্রেনিং কলেজের বোর্ড সরিয়ে লাগানো হয় সৎসঙ্গের বোর্ড। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিভাসের সেই ফ্ল্যাট ইতিমধ্যে সিল করে দিয়েছে ইডি।

এককালে নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন এই বিভাস। তবে বর্তমানে রাজনীতির সঙ্গে সরাসরি তাঁর কোনও যোগ নেই। তাঁর দাবি, ২০২০ সাল থেকে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন তিনি। এদিকে তিনি দাবি করেন, কুন্তল কিংবা দলপতিকে তিনি চেনেন না। তবে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিজের যোগাযোগর কথা স্বীকার করে নিয়েছেন। অবশ্য সেই যোগাযোগ কলেজ পরিচালনার স্বার্থেই ছিল।