Diabetes, high blood pressure medicine: নিয়মিত সুগার, প্রেশারের ওষুধ খেতে হয়? দাম নিয়ে আপনার জন্য সুখবর আছে

আজকালকার দিনে বেশির ভাগ বাড়িতেই কারও না কারও সুগার বা প্রেশারের সমস্যা লেগেই থাকে। ফলে বাড়িতে নিত্য আসে এই সব ওষুধ। আর তার জন্য মাসে খরচ হয় মোটা টাকা। আপনার বাড়িতেও যদি এমন কিছু ঘটে, তাহলে আপনার জন্য সুখবর আছে। তেমনই ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র।

২১ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। National Pharmaceutical Pricing Authority (NPPA)-র তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটির ফলে সাধারণ মানুষ বিরাট লাভবান হতে পারেন বলে মনে করছেন অনেকেই। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের ওষুধ-সহ ৭২টি ওষুধের দাম ধার্য রে দেওয়া হবে। তার থেকে বেশি দামে এই ওষুধগুলি বিক্রি করা যাবে না। এর ফলে অনেকেই যে নানা ব্র্যান্ডের ওষুধ নানা দামে কিনতে বাধ্য হন, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। 

কী রকম হতে চলেছে দাম?

Dapagliflozin Sitagliptin এবং Metformin Hydrochloride-এর দাম ২৭.৭৫ টাকা করে দেওয়া হয়েছে। এমনই জানানো হয়েছে NPPA-এ তরফে। একই ভাবে National Pharmaceutical Pricing Authority-র তরফে ব্লাড প্রেশারের ওষুধের দামও নির্ধারণ করা হয়েছে। Telmisartan নামের ওষুধ, যেটি উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বা কিডনির সমস্যা সামলাতে ব্যবহার করা হয় সেটির দাম ধার্য করে দেওয়া হয়েছে। Bisoprolol Fumarate-ও একই ধরনের কাজে লাগে। এই দুই ধরনের ওষুধেরই এক একটি ট্যাবলেটের দাম রাখা হয়েছে ১০.৯২ টাকা। 

আরও পড়ুন: মাঝে মাঝেই জোগান থাকছে না প্রাণদায়ী ওষুধের, থ্যালাসেমিয়া রোগীরা সংকটে

এর পাশাপাশি National Pharmaceutical Pricing Authority-র তরফে ৮০টি ওষুধের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে এপিলেপসি এবং নিউট্রোপেনিয়ার মতো রোগের ওষুধও।  এছাড়াও Sodium Valproate (২০ মিলিগ্রাম)-এর দামও কমানো হয়েছে। এটির দাম রাখা হয়েছে ৩.২০ টাকা। Filgrastim ইনজেকশনের একটি ভায়ালের দাম সর্বাধিক ১০৩৪.৫১ টাকা করা হয়েছে। Hydrocortisone জাতীয় স্টেরয়েডের একটি ট্যাবলেটের দাম ১৩.২৮ টাকা করা হয়েছে। 

National Pharmaceutical Pricing Authority-র তরফে এই সব ওষুধের দাম পরিবর্তন বা দাম বেঁধে দেওয়ার ফলে সাধারণ মানুষ দারুণ ভাবে উপকৃত হবেন বলে মনে করছেন অনেকেই। অনেককেই নানা ব্র্যান্ডের ওষুধ কিনতে গেলে নানা ধরনের দাম দিতে বাধ্য হন। এবার থেকে সে ই সমস্যাও অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup