Army Central command chief para jump: অবসরের আগেরদিন প্যারাশ্যুট জাম্প সেনার সেন্ট্রাল কম্যান্ডের প্রধানের, তৈরি নজির

অবসরের আগেরদিন প্যারাশ্যুট জাম্প করলেন ভারতীয় সেনার সেন্ট্রাল কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরি। গত সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় একসঙ্গে প্যারাশ্যুট জাম্প করেন শত্রুজিৎ প্যারাট্রুপাররা। সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফের লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে সেই প্যারা জাম্প হয়। যিনি সেই জাম্পের সঙ্গে নজির গড়েন।

সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনায় প্রায় চার দশক কাটানোর পর মঙ্গলবার অবসরগ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল দিমরি। যিনি কার্যজীবনের শেষটা করেছেন ভারতীয় সেনার সেন্ট্রাল কম্যান্ডের প্রধান হিসেবে। অবসরগ্রহণের আগের মুহূর্তটা প্যারাশ্যুট জাম্পের মাধ্যমে স্মরণীয় করে রাখেন লেফটেন্যান্ট জেনারেল দিমরি। সেইসঙ্গে গড়ে ফেলেন নজির। এই প্রথম কোনও সেনা কম্যান্ডার নিজের কর্মজীবন শেষ হওয়ার ঠিক আগেরদিন প্যারাশ্যুট জাম্প করলেন।

আরও পড়ুন: US Report on India’s Counter Terrorism: জঙ্গিদের খতম করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ভারত, প্রশংসা আমেরিকার

‘মেন অ্যাপার্ট, এভরি ম্যান অ্যান এম্পেরর’ (Men Apart, Every Man an Emperor) আদর্শকে উদাহরণস্বরূপ সকলের সামনে তুলে ধরেন লেফটেন্যান্ট জেনারেল দিমরি। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার লেফটেন্যান্ট জেনারেল দিমরি এবং তাঁর নেতৃত্বে প্যারাট্রুপারদের প্যারাশ্যুট জাম্প দেখতে অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। এক আধিকারিক বলেছেন, ‘ভারতীয় সেনার প্রতি যে কতটা প্রতিজ্ঞাবদ্ধ লেফটেন্যান্ট জেনারেল দিমরি, তা ওই প্যারাশ্যুট জাম্প থেকেই প্রমাণিত হয়।’

আরও পড়ুন: Woman in Indian Army: ভারতীয় সেনায় এবার মহিলা অফিসাররা ফরোয়ার্ড পজিশনেও দেবেন নেতৃত্ব! বেছে নেওয়া হল ৫০ জনকে

সেই প্যারাশ্যুট জাম্পের পর ভারতীয় সেনার বর্ষীয়ান আধিকারিকদের সঙ্গে দেখা করেন লেফটেন্যান্ট জেনারেল দিমরি। নিজের প্রথম ইউনিট ৪১১ (ইন্ডিপেন্ডেট) প্যারা ফিল্ড কোম্পানিতেও যান। নয়া একটি ক্ষেত্রে বিনা অস্ত্রে যুদ্ধের উপায়ও দেখেন লেফটেন্যান্ট জেনারেল দিমরি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)