Rare conjunction: পয়লা মার্চ তিন গ্রহ আসবে কাছাকাছি, বিরল দৃশ্য বলছেন বিজ্ঞানীরা! কীভাবে দেখবেন

রাত পোহালেই ১ মার্চ। আর এই দিনই সারা বিশ্ব সাক্ষী হতে চলেছে একটি মহাজাগতিক দৃশ্যের। কী এমন দেখা যাবে মহাকাশে ১ মার্চ? আসলে এই তারিখে সবচেয়ে কাছাকাছি আসতে চলেছে চাঁদ, শুক্র ও বৃহস্পতি। কাছাকাছি বলতে কী দূরত্ব কমে যাচ্ছে এদের? নাহ্ তা নয়! আসলে চোখের আন্দাজে কাছে আসছে দুই গ্রহ আর এক উপগ্রহ। একেবারে কাছাকাছি দেখা যাবে এই তিনটিকেই।

আরও পড়ুন: নাসার চোখে আকাশের তিনটে ফুটকি! দেখেই রীতিমতো উত্তেজিত নেটিজেন, কীসের ছবি Viral? 

ফেব্রুয়ারির গোড়াতেই এই মহাজাগতিক ঘটনার কথা জানিয়ে রেখেছিলেন বিজ্ঞানীরা। তখনও বেশ দূরত্বে ছিল তিনটি গ্রহ। দেখা যায়, বৃহস্পতি ও শুক্রের মধ্যে ২৯ ডিগ্রি তফাত রয়েছে। দুটো ফুটকির মতো তাদের দেখা যায়। তবে আগামী ১ মার্চ এই দূরত্ব অনেকটাই কমে যাচ্ছে। দুই গ্রহের মধ্যে দূরত্ব কমে ০.৫২ ডিগ্রি হচ্ছে। কী দেখা যাবে এই রাতে? বিজ্ঞানীদের কথায়, বৃহস্পতি ও শুক্র দুইই এই রাতে কিছুটা কাছে চলে আসবে। পশ্চিমের আকাশে দেখা যাবে এই দারুণ দৃশ্য। দেখা যাবে বৃহস্পতির বেশ কাছেই রয়েছে উজ্জ্বল চাঁদ। গত শনিবার নাসার তরফেও জানানো হয়েছিল ১ মার্চের কথা। নাসার উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে ধরা পড়েছিল তিন ফুটকির এই দৃশ্য।

আরও পড়ুন: শনির বলয়ে নতুন ঝলকানি ধরা পড়ল টেলিস্কোপে, কীসের ইঙ্গিত? ধোঁয়াশায় নাসা

নাসার তরফে বলা হয়েছিল, উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে যাদের সাক্ষাৎ মিলেছে তারা আসলে বৃহস্পতি, চাঁদ ও শুক্র। তখনই আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা জানায়, আগামী ১ মার্চ এদের আরও কাছাকাছি দেখা যাবে। কক্ষপথের বিশেষ অবস্থানের জন্য এমন অবস্থান ঘটছে তিন গ্রহের। সবাইকে এই রাতের দৃশ্য ছবি তুলেও পোস্ট করতে উৎসাহ দেয় নাসা।

কী বলা হচ্ছে এই বিশেষ অবস্থানকে?

এই অবস্থানকে বিজ্ঞানীরা একটি বিশেষ নাম দিয়েছেন। তা হল ‘দি পারফেক্ট ট্রাইফেক্টা’। মহাকাশ বিজ্ঞানে যাদের আগ্রহ রয়েছে, তাদের মধ্যে রীতিমতো সারা ফেলে দিয়েছে এই মহাজাগতিক দৃশ্যের ঘটনা। অনেক আগ্রহী মানুষ রীতিমতো মুখিয়ে রয়েছেন এই বিশেষ দৃশ্য ক্যামেরা বন্দী করার জন্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup