Ayushman Bharat digital mission: ২৫ কোটি পেরিয়ে গেল ‘আয়ুষ্মান ভারত’-এর নথিভুক্তের সংখ্যা! কী সুবিধা পাচ্ছেন এতে

২৫ কোটিরও বেশি জনসংখ্যা এখন আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে ফেলেছে। মঙ্গলবার এমনটাই জানাল স্বাস্থ্যমন্ত্রক। আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্টের (আভা) অধীনে এখন ২৫ কোটিরও বেশি মানুষের নাম নথিভুক্ত রয়েছে। যা এক‌‌ বড় সাফল্য বলেই মনে করছে কেন্দ্র।

মন্ত্রকের তরফে বলা হয়, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন(এবিডিএম) শুরু হয়েছিল। অনলাইনে সারা ভারতের মানুষের মধ্যে একটি সুন্দর ব্যবস্থা গড়ে তুলতেই এটি করা হয়। ২৫ কোটির ফিগার ছুঁতে পারাকে একটি মাইলস্টোন বলে অ্যাখ্যা দেওয়া হয় এই দিন।

আরও পড়ুন: বাঘা ওষুধেও কিচ্ছু হচ্ছে না এদের, ভয়ানক জীবাণু থেকে কি আবার ছড়াবে অতিমারি

আরও পড়ুন: হঠাৎ বুকে ব্যথা করছে? অ্যাসিডিটি নাকি হৃদরোগের লক্ষণ? কীভাবে বুঝবেন

কী সুবিধা হবে আয়ুষ্মান ভারতের এই অনলাইন নথিভুক্তিতে?

মন্ত্রকের তরফে জানানো হয়, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের যেকোনও অ্যাপেই নিজের তথ্য পাবেন নির্দিষ্ট ব্যক্তি। শুধু তাই নয়, তথ্য দেখার পাশাপাশি সেখানে নতুন তথ্য আটডেট করা যাবে। নিজস্ব তথ্য যখন ইচ্ছে নিয়ন্ত্রণও করা যাবে ওই অ্যাপগুলিতে। এছাড়াও আরেকটি বড় সুবিধা রয়েছে এর। আভা অ্যাকাউন্ট থাকলে এবিডিএম-এর অধীনে যেকোনও জায়গায় চিকিৎসা পাবেন রোগীরা। এর জন্য আলাদা করে কাগজপত্র দেখাতে হবে না। কাগজপত্র ছাড়াই অনলাইন মারফত সমস্ত কাজ হয়ে যাবে।

তথ্যগুলি কীভাবে কাজে লাগবে?

নিজের স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য এই অ্যাপে লিখে রাখা যাবে। অনেকেই নিজের স্বাস্থ্যপরীক্ষার ফলাফল সেভ করে রাখতে আলাদা অ্যাপ ব্যবহার করেন। তেমন অ্যাপ থেকে এবিডিএম-এর অ্যাপে তথ্য তুলে রাখা যাবে। আবার দরকার পড়লে এবিডিএম-এর অ্যাপ থেকে নিজের জরুরি তথ্য শেয়ারও করা যাবে। ধরা যাক, আপনি কোনও হাসপাতাল, চিকিৎসকের চেম্বার বা নমুনা পরীক্ষাকেন্দ্রে গিয়েছেন। এবিডিএম-এ সেই হাসপাতাল, চিকিৎসকের চেম্বার বা নমুনা পরীক্ষাকেন্দ্রের তথ্য যাচাই করা থাকলে, তাদের আপনি নিজের তথ্য নির্বিঘ্নে দিতে পারেন।

অনেক সময় পুরনো স্বাস্থ্যপরীক্ষার ফলাফল হারিয়ে যায়। বহুদিনের পুরনো কাগজ ঠিকমতো রাখাও থাকে না নিজের কাছে। এই অ্যাপ ব্যবহার করলে সেই ঝামেলা আর থাকবে না। যত পুরনোই হোক, সে তথ্য একবার অ্যাপে লিখে রাখলে আর হারানোর ভয় নেই। এতে বেশি কাগজপত্র বইতেও হবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup