Bidyut Chakraborty: ‘‌অতীতের মতো আর নেই বিশ্বভারতী’‌, দোষারোপ করে বিবৃতি দিলেন উপাচার্য

বিশ্বভারতীর মান পড়ছে। আর তার জন্য অন্যরা দায়ী। এমনই ব্যাখ্যা দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আসলে নিজের কাঁধ থেকে সব দায় ঝেড়ে ফেলতেই এমন বিবৃতি বলে মনে করা হচ্ছে। বুধবার তিনি একটি বিবৃতিতে দাবি করেন, শিক্ষানিকেতন হিসেবে বিশ্বভারতীর মান পড়েই চলেছে। তার জন্য দায়ী বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে ছাত্র–শিক্ষক–শিক্ষাকর্মী সবাই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ‘রাবীন্দ্রিক’ ও আশ্রমিকদের আগেই তিনি গালিগালাজ করেছিলেন। বিশ্বভারতীয় সোনার ডিম পাড়া হাঁসের মতো বলেছিলেন। এখন অন্যদের উপরে দোষ চাপালেন উপাচার্য।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ বিশ্বভারতীতে শিক্ষার মান নিয়ে যথেষ্ট সমালোচিত হয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কারণ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের র‌্যাঙ্কিং অনুযায়ী এক দশক (এনআইআরএফ) আগে যে প্রতিষ্ঠান ১১ নম্বরে ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের শুধুই মান পড়ে চলেছে। ২০২০ সালে ৫০ নম্বরে, ২০২১ সালে আরও নীচে নেমে ৬৪ এবং ২০২২ সালে ৯৮ নম্বরে পৌঁছেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তখনও র‌্যাঙ্কিং কমে যাওয়া নিয়ে খোলা চিঠিতে উপাচার্য অন্যদের উপর দায় চাপিয়েছিলেন।

আর এবার কী লিখেছেন?‌ এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপাচার্য নিজের বার্তা তুলে ধরেছেন। সেই বার্তালাপে স্বীকার করে নিয়েছেন যে বিশ্বভারতীর মান ক্রমশ নামছে। আর তিনি লিখেছেন, ‘এমন একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে, অতীতের মতো আর নেই বিশ্বভারতী। ধারণাটা পুরো ভিত্তিহীন নয়। কারণ এনআইআরএফ সূচক অনুযায়ী এর স্থান প্রতিনিয়ত নীচে নেমে গিয়েছে। দু–একটি বিভাগ ছাড়া চাকরির দুনিয়ায় এখানকার ছাত্রদের কর্মসংস্থান বেশ কম হচ্ছে।’ অর্থাৎ তাঁর নেতৃত্বে সাফল্য আসছে না বললেই চলে।

কেন এমন অবস্থা হচ্ছে বিশ্বভারতীর?‌ এই প্রশ্ন উঠতে পারে বুঝতে পেরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পুনরায় সোনার ডিম দেওয়া হাঁসের ব্যাখ্যা তুলে ধরেছেন। বিবৃতিতে তিনি দাবি করেন, ‘‌অনেকের কাছে বিশ্বভারতী হল গল্পের সেই সোনার ডিমপাড়া রাজহাঁসের মতো। তাঁরা লাভের কড়ির হিসাব বুঝে নিতেই মত্ত। প্রতিনিয়ত ক্ষীয়মাণ সেই রাজহাঁসের যত্ন বা পরিচর্যার জন্য তাঁদের কোনও অবদানই পরিলক্ষিত হয় না। বিশ্বভারতী থেকে শেষ বিন্দু পর্যন্ত ফায়দা নিংড়ে নিয়েছেন অথচ প্রতিদানে প্রতিষ্ঠানের জন্য কিছুই করেননি’। এভাবেই তিনি প্রাক্তনী থেকে সাম্প্রতিক সকলের উপর দোষারোপ করলেন। তাঁর ভূমিকা তাহলে কি?‌ উঠছে প্রশ্ন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup