Jeswin Aldrin Creates New National Record In Long Jump At Indian Open Jumps Competition

নয়াদিল্লি: বৃহস্পতিবার লং জাম্পে নতুন ইতিহাস গড়ে ফেললেন তামিলনাড়ুর জেসিন আলড্রিন (Jeswin Aldrin)। কর্ণাটকের বেলারিতে দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন জাম্প প্রতিযোগিতায় (Indian Open Jumps Competition) মুরলি শ্রীশঙ্করের রেকর্ড ভাঙলেন জেসিন। এই প্রতিযোগিতায় নিজের তৃতীয় প্রয়াসে মুরলির ৮.৩৬ মিটারের জাম্পের রেকর্ড ভেঙে ৮.৪২ রেকর্ড নতুন জাতীয় রেকর্ড গড়লেন।

নতুন রেকর্ড

এর আগে জেসিনের ব্যক্তিগত সেরা ছিল ৮.২৭ মিটারের জাম্প। ২০২০ সালের ফেডারেশন কাপেই জেসিন এই রেকর্ড গড়েন। এই রেকর্ডের পরেই অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে একটি ট্যুইট করে লেখা হয়, ‘জাতীয় রেকর্ড অ্যালার্ট। দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন জাম্প প্রতিযোগিতায় তামিলনাড়ুর জেসিন আলড্রিন পুরুষদের লং জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৮.৪২ মিটার লম্বার জাম্প নিয়ে তিনি মুরলি শ্রীশঙ্করের ৮.৩৬ মিটার জাম্পের রেকর্ড ভাঙলেন। অনেক অভিনন্দন জেসিন। এভাবেই এগিয়ে চল।’

দ্বিতীয় আনিশ

২১ বছর বয়সি জেসিন নিজের পারফরম্যান্সে সকলকেই প্রভাবিত করেন। প্রতিযোগিতায় তাঁর ধারেকাছেও আর কোনও পারফর্মার পৌঁছতে পারেননি। জেসিনই একমাত্র জাম্পার যিনি আট মিটারের গণ্ডি পার করতে সক্ষম হন। নিজের প্রথম প্রয়াসে জেসিন ৮.০৫ মিটার লম্বা লাফ দেন। দ্বিতীয় প্রয়াসে তা বেড়ে দাঁড়ায় ৮.২৬ মিটার। এরপরেই তিনি তৃতীয় প্রয়াসে ৮.৪২ মিটারের রেকর্ড লাফ দেন। মহম্মদ আনিশ (Muhammed Anees Yahiya) ৭.৮৫ মিটার লাফ দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন।

আরও পড়ুন: ‘ক্রিকেটে তো সবকিছুই সম্ভব’, ৭৫ রানের পুঁজি নিয়েও হাল ছাড়ছেন না উমেশ