আমাকে তৃণমূল কিনতে পারবে না, আমি তৃণমূলকে কিনে নেব: বাইরন বিশ্বাস

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তাঁর জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা। আর তারই মধ্যে শুরু হয়েছে গুঞ্জন, বিধায়ক হয়ে কয়েক মাসের মধ্যেই শাসকশিবিরে নাম লেখাবেন না তো বাইরন বিশ্বাস। সেই সম্ভাবনায় জয় ঢাললেন কংগ্রেস প্রার্থী নিজেই। তাঁর পালটা হুঙ্কার, দরকারে তৃণমূল কিনে নেব।

২০২১ সালে সাগরদিঘিতে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন সুব্রত সাহা। সেই সাগরদিঘিতেই ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইরন। বিধানসভায় কংগ্রেসের প্রথম প্রতিনিধি হিসাবে যাওয়া এখন তাঁর শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বিধায়ক হয়েই শাসকদলে নাম লেখাবেন না তো তিনি? এই নিয়ে জল্পনার মধ্যে এদিন বাইরন বিশ্বাস বলেন, ‘লিখে রেখে দিন, তৃণমূল আমাকে কিনতে পারবে না। দরকারে তৃণমূলকে কিনে নেব।’

ভোটের ফলের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, দাদা যে ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাতেই আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। উনি বাড়ি বাড়ি গিয়ে আমার জন্য ভোট চেয়েছেন’। সিপিএমের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলেন, ‘সিপিএম সমস্ত শক্তি দিয়ে এখানে লড়েছে। আমরা নিবিড় যোগাযোগ রেখে প্রচার করেছি। রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে ভালো করে লড়তে বলেছিল।’