সত্যি হল আশঙ্কা, চোটের জন্য বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলবেন না নেইমার। Neymar out of Champions League clash against Bayern Munich with injury, says Christophe Galtier

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো:  অবশেষে সত্যি হল আশঙ্কা। আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ১৬-র ম্যাচে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার (Neymar)। ফলে জার্মানির দলের বিরুদ্ধে বদলার ম্যাচে নামার কয়েকদিন আগেই বেশ চাপে প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint-Germain)। তবে গোড়ালির চোটে জর্জরিত হওয়ার জন্য খেলতে পারবেন না নেইমার, সেটা স্পষ্ট করে দিয়েছেন পিএসজি-র (PSG) হেড স্যর ক্রিস্তফ গালতিয়ে (Christophe Galtier)। গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলে জিতলেও, গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। তাই এই ম্যাচ জয়ের জন্য এখন সবাই লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দিকেই তাকিয়ে রয়েছে। 

ব্রাজিলের ‘পোস্টার বয়’-এর সেই চোট এখনও সারেনি। আর তাই বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে নামবে পিএসজি। এর আগে প্রথম লেগের ম্যাচে প্যারিসে ১-০ গোলে হেরেছিল পিএসজি। এখন নেইমারবিহীন পিএসজি যদি এই ম্যাচ না জিততে পারলে, চলতি মরসুমে চ্যাম্পিয়নস লিগ অভিযান এখানেই শেষ হয়ে যাবে। 

নেইমারের না থাকা নিয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেছেন, “পরের দুটি ম্যাচে নেইমারকে আমরা পাব না। এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এখন দুজন মিডফিল্ডারের পরিবর্তে আমাদের তিনজন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড থাকবে।” 

আরও পড়ুন: Cristiano Ronaldo: তলানিতে থাকা আল বাতিনের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়! কী লিখলেন রোনাল্ডো?

আরও পড়ুন: Shane Warne 1st Death Anniversary: ‘Bowling Shane…’ দুনিয়াকে কাঁদিয়ে দেওয়া ‘শতাব্দীর সেরা ডেলিভারি’র শিল্পীর প্রয়াণের এক বছর

এরমধ্যে শোনা যাচ্ছে আগামী গ্রীষ্মের দলবদলে পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন এই তারকা স্ট্রাইকার। ২০১৭ সালে ইউরোপ জয়ের লক্ষ্য সামনে রেখে নেইমারকে বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ইউরোতে দলে নিয়ে আসে পিএসজি। এখনও পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারের তকমা নেইমারের নামের সঙ্গে জড়িয়ে আছে।  

কিন্তু তাঁর কেরিয়ারে বারবার বাঁধা হয়ে দাঁড়াচ্ছে চোট। এমন প্রেক্ষপটে নেইমারকে ছাড়া মেসি-এমবাপেরা দারুণ পারফর্ম করে বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে না পারলে, ব্রাজিলিয়ান তারকার পিএসজির হয়ে ইউরোপ জয়ের স্বপ্নটা সম্ভবত এখানেই শেষ হবে।

অবশ্য অনেক ফুটবল পন্ডিত ক্রিস্তফ গালতিয়ের বক্তব্যকে পাত্তা দিতে নারাজ। অনেকের দাবি এটা নাকি বায়ার্নকে চাপে রাখার জন্য ক্রিস্তফ গালতিয়ের একটি ছক। জার্মানির দলের বিরুদ্ধে প্রথম লেগে নামার আগে ক্রিস্তফ গালতিয়ে জানিয়েছিলেন যে তিনি চোটের জন্য এমবাপেকে খেলাতে পারবেন না। তবে সেই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রান্সের তারকাকে মাঠে নামিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন ক্রিস্তফ গালতিয়ে। এবারও কি তেমনই সারপ্রাইজ দিতে চান! সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)