GG-W Vs MI-W WPL 2023 Live Updates Gujarat Giants vs Mumbai Indians Womens IPL Live Telecast

মুম্বই: আজ, ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম ডব্লিউপিএল (Women’s Premier League 2023)। ২৩ দিনের ব্যবধানে পাঁচ দল মোট ২০টি ম্যাচ খেলবে। গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের (GG-W Vs MI-W) ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধে ৭.৩০টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে পিছিয়ে দেওয়া হল ম্যাচ শুরুর সময়। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরেই শুরু হবে ম্যাচ।

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘প্রথম ম্যাচ পূর্বনির্ধারিত সময়ে শুরু হবে না। শনিবার ভারতীয় সময় ৮টা থেকে শুরু হবে ম্যাচটি। ৭.৩০টার সময় ম্যাচের টস আয়োজিত হবে। ভারতীয় সময় অনুযায়ী ৬টা ২৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এর পাশাপাশি গায়ক এপি ধিলোঁ নিজের সেরা কয়েকটি গান মঞ্চে গেয়ে দর্শকদের মাতাবেন।’

প্রথম ডব্লিউপিএলের ম্যাসকটটির নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। এই ম্যাসকটকে একটি নীল জার্সি পরিহিত বাঘের মতোই দেখতে। প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও ইউপি ওয়ারিয়ার্স- এই পাঁচটি ফ্রাঞ্চাইজি খেলবে। টুর্নামেন্টে মাত্র চারটি ডবল হেডার অর্থাৎ একদিনে দুইটি ম্যাচ আয়োজিত হবে। ডিওয়াই পাতিল ও ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রত্যেকটিতে ১১টি করে ম্যাচ আয়োজিত হবে। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে এলিমিনেটর। ৬ মার্চ ব্রেবোর্নেই আয়োজিত হবে প্রথম ডব্লিউপিএলের ফাইনাল ম্যাচটি।