Kolkata Metro: মেট্রো কম চলবে দোল–হোলিতে, শিয়ালদা–হাওড়া শাখায়‌ও বাতিল থাকবে বহু লোকাল

হাতে আর দু’‌দিন বাকি। তারপরই আগামী মঙ্গলবার দোল। আর তার পরেরদিন বুধবার হোলি। তাই উত্তর–দক্ষিণে মেট্রো কম চলবে বলে খবর। সেদিন মানুষ রাস্তায় কম বের হয়। জোকা–তারাতলা মেট্রোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে এই দু’‌দিন। আবার ওই দু’‌দিন শিয়ালদা–হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন চলবে রবিবারের সূচি অনুযায়ী। আর শিয়ালদা ডিভিশনে বাতিল করা হয়েছে মোট ২৩৩টি লোকাল ট্রেন।

কেমন থাকবে মেট্রো পরিষেবা?‌ দোলের দিন মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিটে। সেদিন আপ–ডাউন মিলে ৬০টি ট্রেন চলবে। যার মধ্যে ৫৮টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করবে। শেষ ট্রেন অবশ্য সপ্তাহের অন্যান্য দিনের সূচি মেনেই চালানো হবে। তবে আধ ঘণ্টা সময়ের ব্যবধানে ইস্ট–ওয়েস্ট মেট্রোয় ২২টি ট্রেন চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে বলে মেট্রো সূত্রে খবর।

এদিকে ডানকুনি শাখায় ১৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল থাকছে ৬২টি লোকাল ট্রেন। শিয়ালদা মেইন শাখায় আপ–ডাউন মিলিয়ে ১০৫টি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদা বনগাঁ শাখায় বাতিল থাকবে ৩৩টি লোকাল ট্রেন। হাসনাবাদ লাইনে দোলের দিন বাতিল থাকবে ১৭টি ট্রেন। আবার কৃষ্ণনগর–লালগোলা সেকশনে রেলের কাজের জন্য ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

অন্যদিকে হোলির দিন ১৮৮টি মেট্রো চলবে। তার মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করবে ১৬৪টি ট্রেন। সকালে সঠিক সময়ে ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো সপ্তাহের অন্যান্য কাজের দিনের সূচি মেনেই ছাড়বে। তবে ইস্ট–ওয়েস্ট মেট্রোয় ১০৬টি ট্রেনের পরিবর্তে ৯০টি ট্রেন চলবে। দিনের শুরু এবং শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup