Viral news UFO in Ireland sky: আকাশে ওটা কী? প্রত্যক্ষদর্শী রীতিমতো ভয়ে! আয়ারল্যান্ডের ঘটনায় বাড়ছে আতঙ্ক

আকাশে একটি রহস্যময় চলন্ত বস্তু। নাহ, কোনও বিমান নয়। কোনও জেট বা রকেটও নয়। তাহলে কি আকাশ থেকে কোনও উল্কা নেমে আসছে পৃথিবীর উপর? নাহ তাও নয়। তাহলে? বোঝা যাচ্ছে না। ঠিক চেনা যাচ্ছে না বস্তুটি কী। একেই ইংরেজিতে বলা হয় ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট। ইউএফও ধারণাটা যদিও বেশ রহস্যের। মনে করা হত, ভিন গ্ৰহের প্রাণী কোনও অপরিচিত যানে করে নেমে আসছে পৃথিবীর বুকে। যেহেতু বস্তটিকে ঠিকভাবে চিহ্নিত করা যায় না। তাই ইউএফও নাম দেওয়া হয়। ভিন গ্ৰহের প্রাণী পৃথিবীতে আসতে পারে না, এমন ধারণাও ভুল। কারণ সম্প্রতি এমনই একটি ইউএফও দেখা গিয়েছে আয়ারল্যান্ডে। কী ঘটেছিল সেই রাতে?

আরও পড়ুন: পিরিয়ডের সময় যৌনমিলন হলে গর্ভধারণের ঝুঁকি আছে? নাকি নেই? আসল সত্যিটা কী

আরও পড়ুন: কেঁচো আর পোকা খেয়েই কেটেছে ৩১ দিন! আমাজনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ব্যক্তি

সম্প্রতি আয়ারল্যান্ডের ব্যালিমাহন টাউনে এমন দৃশ্যই দেখা গিয়েছে। সেখানকার এক বাসিন্দা স্থানীয় প্রকাশক দ্য লিডারের কাছে গিয়ে এই ঘটনার কথা জানান। বলেন, লংফোর্ডের ব্যালিমাহনে রাতের বেলায় একটি অস্বাভাবিক জিনিস দেখা গিয়েছে আকাশে। সেটি ঠিক কী, তা বোঝা গেল না। মোটামুটি রাত আটটা নাগাদ ওই ঘটনাটি ঘটতে দেখেন ব্যালিমাহনের বাসিন্দা।

আরও পড়ুন: ৪০ মিনিটেই খেয়ে নিল একটা চোখ, মারাত্মক এই অ্যামিবা সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা

আরও পড়ুন: কলকাতাতেই তুমুল লড়াই দুই কুমিরের, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! দেখুন এখানে

আর কী জানান তিনি? সেদিন রাতের ওই ছবিও তুলে রেখেছেন তিনি। লিডার’কে সেই ছবিও দেখান। ছবিগুলি কিছুটা ঝাপসা ছিল। তিনি জানান, ছবি ঝাপসা হলেও তিনটে আলোর ফুটকি দেখা গিয়েছিল আকাশে। সেগুলি বেশ স্পষ্ট ছিল। তার কথায় তিনটি আলো খুব তাড়াতাড়ি জায়গা বদল করে। আর একটি ত্রিকোণ আকার নেয়।

সেদিন তিনি ও তাঁর এক বন্ধু ছিলেন সেখানে। ফলে তার চোখের ভুলও নয় ওই দৃশ্য। একইসঙ্গে তিনি বলেন, এই ছবিগুলিতে ঠিকমতো বোঝা যায়নি। কিন্তু ইউএফও আয়ারল্যান্ড বলে গুগলে সার্চ করার পরেও একই ছবি দেখা যায়।

অবশ্য আয়ারল্যান্ডের উড়ান কর্তৃপক্ষ এমন কোনও বস্তুর কথা মেনে নিতে চায়নি। তাদের চোখে ধরা পড়েনি এমন অস্বাভাবিক কিছু‌। তবে আয়ারল্যান্ডে ইউএফও-এর ঘটনা নতুন নয়‌। সেখানকার পুলিশি রিপোর্টে এমন বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup