Viral video pilot explaining: ওড়ার সময় কেন বিমানের জানলা খোলা রাখা উচিত? হিন্দিতে বোঝালেন পাইলট, viral video

বিমানের অব্যবস্থার কথা যেমন মাঝে মাঝে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, তেমনই ভাইরাল হয় বিমানকর্মীদের ভালো ব্যবহারও। গত বছর তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায়, স্পাইসজেটের এক পাইলট প্লেন ওড়ানোর আগে হিন্দিতে ঘোষণা করলেন। দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল সেই বিমান। বিমানের মধ্যে সেই ঘোষণার ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। মাতৃভাষায় ঘোষণা করার জন্য নেটিজেনদের থেকে বাহবা কুড়োন পাইলট মোহিত তেওটিয়া। এই বার তেমনই আরেকজন পাইলটের ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। সেখানে তাঁকে বিমানের একটি নিয়ম বোঝাতে দেখা যায়। কী ছিল সেই নিয়ম?

আরও পড়ুন: মন কাড়তে দারুণ পটু এই রাশির মেয়েরা, প্রথম দেখাতেই প্রেমে পড়েন বেশিরভাগ পুরুষ

আরও পড়ুন: ‘বিশ্বসেরা ঝাল’ ওমলেট বানাতে চান? রিল দেখলেই জল আসবে চোখে

বিমান ওড়ার সময় জানালা খোলা রাখার নির্দেশ দেন বিমানসেবিকারা। কিন্তু কেন ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, বিমানের জানালা খোলা রাখার নির্দেশ কেন দেওয়া হয়, তা নিয়ে বলছেন পাইলট। মুখের কাছে টেলিফোনের মতো একটি যন্ত্র নিয়ে সে কথা বুঝিয়ে বলছেন তিনি। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন,‘কারণটা জানলে ঠিকমতো দায়িত্ব পালন করতে সুবিধা হয়।’ সে কারণেই ভিডিয়োতে কারণ বুঝিয়ে বলছেন তিনি।

আরও পড়ুন: ফোন ধরতেই আপনি আমি কেন হ্যালো বলি জানেন? ইতিহাসটি খুব মজার

আরও পড়ুন: উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিস রয়েছে? কিডনির খেয়াল রাখছেন না? এড়িয়ে গেলেই বিপদ

পোয়েটিকপাইলট প্রোফাইল থেকে শেয়ার করা হয় ওই ভিডিয়োটি। হিন্দিতে তিনটি কারণের কথা বুঝিয়ে বলেন তিনি। প্রথম কারণ হিসেবে বলেন, বাইরের আলো বা অন্ধকারের সঙ্গে যাতে চোখ সয়ে যায়। দ্বিতীয় কারণ ছিল বাইরে কোনও এক্সিট ব্লক থাকলে সেটা যাতে দেখা যায়। কোনও কারণে বিমান থেকে সবাইকে উদ্ধার করতে হলে যাতে সহজে কম সময়ে তা করা যায়। তৃতীয় কারণটি অবশ্য বেশ মজা করেই বলা হয়। তিনি বলেন, ফেসবুক ইনস্টাগ্রামে যাতে উড়ে যাওয়ার ছবি শেয়ার করতে পারেন তার জন্যও জানালা খোলা রাখা দরকার। অবশ্য কথাটি বলেই বেশ হেসে ওঠেন তিনি।

ভিডিয়োটি টোস্ট করার পরেই বিপুল পরিমাণে শেয়ার হতে থাকে। কয়েক ঘন্টার মধ্যেই লাইক ও কমেন্টে ভরে ওঠে পোস্টটি। এত সুন্দর করে কারণগুলি বুঝিয়ে দেওয়ার জন্য নেটিজেনরা বাহবা দেন তাঁকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup