সমস্ত অপ্রীতিকর অবস্থায় কৌস্তভের পাশে ছিলাম – থাকব, জানালেন প্রেমিকা প্রীতি কর

মাথায় চুল থাকল কি না থাকল তাতে কিছু যায় আসে না। আইনজীবী কৌস্তভ বাগচীর পাশ থেকে সরার প্রশ্ন নেই বলে জানিয়ে দিলেন প্রেমিকা প্রীতি কর। রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কৌস্তভের চুল গজানোর সঙ্গে তাঁদের বিয়ের কোনও সম্পর্ক নেই। তাছাড়া বিয়ে নিয়ে এখনো কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুক্রবার অধীর চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ করেছিলেন তিনি। তার পর গভীর রাতে কৌস্তভের বারাকপুরের বাড়িতে হাজির হয়ে যায় বড়তলা থানার আধিকারিকরা। সকাল ৮টা নাগাদ কৌস্তভকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। বিকেলে পুলিশের গালে চড় মেরে মাত্র ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে কৌস্তভকে জামিন দেন বিচারক। এর পর আদালত থেকে বেরিয়ে কৌস্তভ মাথা মুড়িয়ে ফেলেন। বলেন, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে পারছি ততদিন মাথায় চুল রাখব না। কিন্তু কৌস্তভের এই সিদ্ধান্তে কি সম্মতি ছিল প্রীতির?

এদিন প্রীতি বলেন, ‘মাথায় চুল আছে না নেই তাতে কী আসে যায়? ওর জীবনের সব কিছুর সঙ্গে ছিলাম, আছি, থাকব।’ কিন্তু কৌস্তভের চুল গজানো পর্যন্ত অপেক্ষা করবেন, না কি আগেই বিয়ে করবেন? প্রীতি বলেন, ‘ওর চুল গজানো পর্যন্ত এই সরকার থাকবে বলে মনে হয় না’।

তিনি জানান, মাথা মুড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে কৌস্তভ তাঁর সঙ্গে কথা বলেছিলেন। এমনকী কে মাথা মুড়িয়ে দেবে সেটাও ঠিক করে দিয়েছিলেন তিনিই।

কৌস্তভের সঙ্গে প্রীতির পরিচয় ছাত্রাবস্থায়। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। তার পর দীর্ঘ যাত্রায় কৌস্তভের সঙ্গে রয়েছেন তিনি। প্রীতি নিজেও একজন আইনজীবী।